Advertisement
১৮ মে ২০২৪

আমেরিকায় হিজাব পরায় বরখাস্ত তরুণী

ফ্রান্সের পর এ বার ধর্মবিদ্বেষের অভিযোগ উঠল আমেরিকায়। হিজাব পরার ‘অপরাধে’ চাকরি থেকে বরখাস্ত করা হল এক মুসলিম তরুণীকে। সম্প্রতি ভার্জিনিয়ার এক দাঁতের ক্লিনিকে সহকারী হিসেবে যোগ দিয়েছিলেন নজাফ খান নামে ওই তরুণী।

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৬ ০৩:৩৬
Share: Save:

ফ্রান্সের পর এ বার ধর্মবিদ্বেষের অভিযোগ উঠল আমেরিকায়। হিজাব পরার ‘অপরাধে’ চাকরি থেকে বরখাস্ত করা হল এক মুসলিম তরুণীকে। সম্প্রতি ভার্জিনিয়ার এক দাঁতের ক্লিনিকে সহকারী হিসেবে যোগ দিয়েছিলেন নজাফ খান নামে ওই তরুণী। প্রথম দু’দিন সব ঠিকই ছিল। সবাই তাঁর কাজের অনেক প্রসংশাও করেন। তৃতীয় দিন মাথায় হিজাব পরে কাজে আসার পরেই ঝামেলার সূত্রপাত। তরুণীর অভিযোগ, তাঁকে হিজাব খুলে রাখার নির্দেশ দেন ওই ক্লিনিকের মালিক চাক জো। কিন্তু তরুণী তা না মানলে তাঁকে সেই মুহূর্তেই চাকরি থেকে বরখাস্ত করা হয়। এই প্রসঙ্গে আমেরিকার এক ইসলামিক সংগঠন জানায়, ধর্মীয় বিদ্বেষের কারণে চাকরি থেকে বরখাস্ত করা সে দেশের আইনবিরুদ্ধ। বিষয়টি খতিয়ে দেখে ওই চিকিৎসাকেন্দ্রেই নজাফকে পুনর্বহালের নির্দেশ দেওয়া হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

America Hijab
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE