Advertisement
২৫ এপ্রিল ২০২৪
forest

হারিয়ে যান গভীর অরণ্যে, পাঁচ দিন ধরে ওয়াইন আর ললিপপ খেয়ে কাটানোর পর উদ্ধার মহিলা

নিউজ ডট কম ডট এইউ-এর প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ এপ্রিল মহিলা নিখোঁজ হয়ে যান। বাড়ি না ফেরায় তাঁর পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেন।

Woman lost in deep forest

মহিলাকে পাঁচ দিন পর উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
ক্যানবেরা শেষ আপডেট: ০৭ মে ২০২৩ ১৫:৩২
Share: Save:

রাস্তা ভুল করে গাড়ি নিয়ে গভীর অরণ্যে ঢুকে পড়েছিলেন এক মহিলা। যত ক্ষণে তিনি উপলব্ধি করেছিলেন যে, পথটি তাঁর চেনা চেনা ঠেকছে না, তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছিল। অরণ্যের একেবারে মাঝামাঝি কোনও জায়গায় পৌঁছে গিয়েছিলেন তিনি।

গাড়ি ঘুরিয়ে আবার ফেরার চেষ্টা করেন তিনি। কিন্তু কিছুতেই চিনতে পারছিলেন না ঠিক কোন পথ ধরে অরণ্যে ঢুকে পড়েছেন।

তা ছাড়া তিনি অরণ্য থেকে বাইরে বেরনোর চেষ্টা করতেই গাড়ি একটি কর্দমাক্ত জায়গায় আটকে যায়। ফলে গাড়ি নিয়ে আর বেরনোর কোনও উপায় ছিল না। এ ছাড়াও মহিলার শারীরিক অবস্থা খুব একটা ভাল না থাকায় অরণ্য থেকে বেরনোর সাহসও পাচ্ছিলেন না। অন্ধকারও নেমে এসেছিল। ফলে শেষমেশ নিজের গাড়ির ভিতরেই আশ্রয় নিতে হয় তাঁকে।

নিউজ ডট কম ডট এইউ-এর প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ এপ্রিল মহিলা নিখোঁজ হয়ে যান। বাড়ি না ফেরায় তাঁর পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তাঁকে শেষ বার দেখা গিয়েছিল মিত্তা মিত্তা বুশল্যান্ডের কাছে। বছর আটচল্লিশের লিলিয়ান এক দিনের ভ্রমণে বেরিয়ে ছিলেন। ৫ দিন ধরে নিখোঁজ থাকার পর অরণ্যের ভিতর থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ।

লিলিয়ানের দাবি, তাঁর সঙ্গে খাবার কিছু ছিল না। সঙ্গে ছিল শুধুমাত্র উপহার দেওয়ার জন্য ওয়াইনের একটি বোতল এবং কয়েকটি ললিপপ। পাঁচ দিন ধরেই তিনি সেই এক বোতল ওয়াইন আর ললিপপ খেয়ে বেঁচে ছিলেন। ঘটনাটি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

forest Missing Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE