Advertisement
E-Paper

মার্কিন নির্বাচনে রেকর্ড মহিলা প্রার্থী

আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে গভর্নর আর হাউসের আসনে প্রতিদ্বন্দ্বিতায় এ বার মহিলা-প্রার্থীদের সংখ্যা এক লাফে বেড়ে গিয়েছে অনেকটাই। মঙ্গলবার চারটি প্রদেশে প্রাইমারির পরে এখন যা হিসেব, তাতে গভর্নরের পদে ১১ জন এবং হাউসের জন্য অন্তত ১৭৩ জন মহিলা পদপ্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৮ ০৩:০৯
রশিদা তালেব

রশিদা তালেব

এমন ছবি আগে দেখা যায়নি মার্কিন নির্বাচনে। আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে গভর্নর আর হাউসের আসনে প্রতিদ্বন্দ্বিতায় এ বার মহিলা-প্রার্থীদের সংখ্যা এক লাফে বেড়ে গিয়েছে অনেকটাই। মঙ্গলবার চারটি প্রদেশে প্রাইমারির পরে এখন যা হিসেব, তাতে গভর্নরের পদে ১১ জন এবং হাউসের জন্য অন্তত ১৭৩ জন মহিলা পদপ্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

মঙ্গলবার কানস, মিশিগান, মিসৌরি এবং ওয়াশিংটনে প্রাইমারি হয়ে গিয়েছে। তাতেই বোঝা গিয়েছে মহিলা প্রার্থীদের আধিক্য। ২০১৬ সালে ১৬৭ জন হাউসের আসনের জন্য লড়াইয়ে নেমেছিলেন। ‘সেন্টার ফর আমেরিকান উইমেন অ্যান্ড পলিটিক্স’-এর অধিকর্তা ডেবি ওয়ালশ বলছেন, ‘‘মহিলা প্রার্থীদের জন্য এটা রেকর্ডের বছর।’’ ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মিশিগান থেকে জিতেছেন মহিলা প্রার্থী গ্রেশেন হুইটমার। কানস থেকে জয় হয়েছে লরা কেলি-র। মার্কিন কংগ্রেসে প্রথম মুসলিম মহিলা প্রার্থী হিসেবে নিশ্চিত ভাবে উঠে আসতে চলেছেন ডেমোক্র্যাটিক মনোনয়নজয়ী রশিদা তালেব। নভেম্বরে রিপাবলিকানরাও তাঁর বিরোধিতা করবেন না বলে খবর।

ওয়াশিংটনে মহিলার সঙ্গেই মহিলার লড়াই। ডেমোক্র্যাট লিজ়া ব্রাউন হাউসের আসনের জন্য মুখোমুখি হবেন ক্যাথি ম্যাকমরিস রজার্স-এর। আর রিপাবলিকান সুজ়ান হাচিসন লড়বেন সেনেটর মারিয়া ক্যান্টওয়েলের সঙ্গে। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে, নভেম্বরের লড়াইয়ের পরে ডেমোক্র্যাটিক নেত্রীরা তাঁদের শ্বেতাঙ্গ পুরুষ সহকর্মীদের সংখ্যায় পিছনে ফেলে দিতে পারেন।

মহিলা প্রার্থীদের উত্থানের পাশাপাশি আর একটি বিষয় লক্ষ্যণীয় প্রাইমারির লড়াই থেকে। মঙ্গলবার ওহায়োর আসন থেকে তাঁর প্রার্থী জিতে গিয়েছেন বলে ঘোষণা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। ১৯৮৩ সাল থেকে এই আসন রিপাবলিকানদের জন্যই সুরক্ষিত। কিন্তু ট্রাম্পকে চাপে ফেলে মার্কিন সংবাদমাধ্যমের দাবি, এখনও জয় ঘোষণা করে দেওয়ার মতো অবস্থা হয়নি। কংগ্রেস সদস্য নির্বাচনে এখানে লড়াই হয়েছে দু’দলের দুই হেভিওয়েট প্রার্থী— ডেমোক্র্যাট ড্যানি ও’কনর এবং রিপাবলিকান ট্রয় বল্ডারসন়ের। দ্বিতীয় জন এগিয়ে থাকলেও হাজার হাজার অনুপস্থিত ভোটার এবং প্রভিশনাল ব্যালটের (ভোটারের যোগ্যতা নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখনই প্রভিশনাল ব্যালট ব্যবহার করে ভোট রেকর্ড করা হয়) সুবাদে ও’কনর পুনর্গণনার দাবি তুলতেই পারেন। ডেমোক্র্যাট প্রার্থী বলেওছেন, ‘‘আমরা এখনই থামছি না।’’

সারা বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বাংলায় খবর পেতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।

US Mid-Term Elections Women Nomination
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy