বিশ্বকাপের উত্তাপ আর উন্মাদনা ছড়িয়ে পড়েছে ফুটবল দুনিয়ায়। এই উচ্ছ্বাস আর আবেগের মাত্রাটা আকাশছোঁয়া। স্বভাবতই আয়োজক দেশ রাশিয়ায় উন্মাদনার মাত্রা আরও খানিকটা বেশি। শনিবার মস্কোর রেড স্কোয়ারেও ছিল তারই রেশ। বিভিন্ন দেশের নাগরিকরা এসেছেন প্রিয় দলকে সমর্থন জানাতে। রাস্তার ধারেই চলছে কফির কাপে চুমুক, গিটার হাতে গান, পতাকা উড়িয়ে সেলিব্রেশন। আচমকাই ভিড়ের মাঝে ঢুকে পড়ল একটা হলুদ রঙের হুন্ডাই ট্যাক্সি। গাড়ির ধাক্কায় এদিক ওদিক ছিটকে পড়লেন কয়েকজন । গুরুতর আহত হলেন সাত জন পথচারী।
আহতদের মধ্যে দুই তরুণী মেক্সিকোর সমর্থক। বিশ্বকাপ উপলক্ষে রাশিয়ায় এসেছিলেন তাঁরা। বাকিরা ইউক্রেন, আজারবাইজান ও রাশিয়ার নাগরিক। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ফুটেজ ভাইরাল হয়ে পড়ে। তাতে দেখা গিয়েছে, ক্রেমলিন থেকে সামান্য দূরে সেন্ট্রাল মস্কোর ইলিনকা স্ট্রিটে ভিড়ের মধ্যে ঢুকে পড়েছে বেপরোয়া একটি ট্যাক্সি। ১০ মিটার দূরে গিয়ে উঠে পড়ছে ফুটপাতে। গাড়ির ধাক্কায় বনেটে উঠে পড়েন একজন। ‘ট্রাফিক সাইন’-এর একটি বোর্ডে ধাক্কা খেয়ে থেমে যায় গাড়িটি।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘গাড়িটা ছুটে আসছিল। মারাত্মক ভয় লাগছিল। দৌড়ে একপাশে সরে যাই। গাড়ি থেকে নেমে পালাতে যান চালক। কিন্তু পথচারীদের একজনই তাঁকে ধরে ফেলেন। সটান একটা ঘুসি মারেন চালককে। ওই চালক চিৎকার করে ওঠেন, ‘আমি নই’ বলে।’’