চালু হল ধর্ষিত পুরুষদের জন্য বিশ্বের প্রথম হাসপাতাল। সুইডেনের স্টকহোমে। ওই হাসপাতালের উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার।
পুলিশি রিপোর্ট জানাচ্ছে, গত এক বছরে পুরুষদের ধর্ষিত হওয়ার ঘটনা বেড়েছে সুইডেন-সহ গোটা ইউরোপেই। সুইডেনে ২০১৪ সালে ৩৭০ জন পুরুষ যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। আর গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশের রিপোর্ট বলছে, গত এক বছরে ম্যাঞ্চেস্টারে এই ধরনের ঘটনার সংখ্যা দ্বিগুণ বেড়েছে। ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত ম্যাঞ্চেস্টারে ৮৪ জন পুরুষ ধর্ষিত হয়েছেন, শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৯৩ জন। তার আগের বছরের রিপোর্টে যা যথাক্রমে ছিল ৩৫ ও ৬৯ জন।
ধর্ষিতা, শারীরিক নির্যাতনের শিকার হওয়া মহিলাদের জন্য বিশেষ হাসপাতাল, পুনর্বাসন কেন্দ্র রয়েছে অনেক দেশেই। সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মহিলার পুনর্বাসনের দায়িত্ব অনেক সময়ই কাঁধে তুলে নেয় কোনও স্বেচ্ছাসেবী সংস্থা।