Advertisement
১১ জুন ২০২৪

যোগ উৎসব লন্ডনেও

সূর্য নমস্কার, ভুজঙ্গাসন এবং হলাসন— আন্তর্জাতিক যোগ দিবসের আগে তালিকা নিয়ে তৈরি লন্ডনও। শহর জুড়ে বিভিন্ন উল্লেখযোগ্য স্থানে উদ্‌যাপিত হবে এই দিনটি। ২১ জুন সকাল আটটায় এখানকার ভারতীয় হাই কমিশনের দফতরে শুরু হবে যোগ-চর্চা। কমিশনের কর্মীদের পাশাপাশি সেখানে থাকবেন আমন্ত্রিত অতিথিরাও। হাইকমিশনার রঞ্জন মাথাই প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের সূচনা করবেন।

নিজস্ব সংবাদদাতা
লন্ডন শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ০২:১৭
Share: Save:

সূর্য নমস্কার, ভুজঙ্গাসন এবং হলাসন— আন্তর্জাতিক যোগ দিবসের আগে তালিকা নিয়ে তৈরি লন্ডনও। শহর জুড়ে বিভিন্ন উল্লেখযোগ্য স্থানে উদ্‌যাপিত হবে এই দিনটি। ২১ জুন সকাল আটটায় এখানকার ভারতীয় হাই কমিশনের দফতরে শুরু হবে যোগ-চর্চা। কমিশনের কর্মীদের পাশাপাশি সেখানে থাকবেন আমন্ত্রিত অতিথিরাও। হাইকমিশনার রঞ্জন মাথাই প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের সূচনা করবেন।

ন’টা নাগাদ টেমসের দক্ষিণ তীরে বার্নি স্পেন গার্ডেনে সাধারণ মানুষও যোগ দেবেন যোগে। অষ্টাঙ্গ যোগ, ধ্যান, যোগের উপকারিতা নিয়ে বক্তৃতা ইত্যাদি নিয়ে কাটবে সারা দিন। অংশ নেবে দেশের ৩০টিরও বেশি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। উত্তর লন্ডনে আলেকজান্দ্রা প্যালেস থেকে শুরু করে অস্টারলির জিমখানা ক্লাবের পাশাপাশি হাউস অব লর্ডসের একটি কমিটি রুমেও হতে চলেছে যোগ-অনুষ্ঠান।

লন্ডনের বাইরে মিল্টন কেনিস, ক্রয়ডন, এডিনবরা, গ্লাসগো, বার্মিংহাম, লেস্টার, ম্যাঞ্চেস্টার এবং নটিংহ্যামেও বসবে যোগের আসর। শোনা যায়, ব্রিটিশ পপ তারকা পল ম্যাকার্টনি এবং স্টিং, অভিনেতা জুড ল-এর মতো ব্যক্তিত্ব যোগের প্রতি খুবই আগ্রহী।

তবে ভারত সরকারের তরফে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কি না, জানা যায়নি।

প্রার্থনা

চার্লসটনের গির্জায় হামলার ঘটনায় প্রার্থনা সন্ন্যাসিনীদের। ছবি: এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE