Advertisement
২৪ অক্টোবর ২০২৪
International News

মাকড়সারা এত খায়? জানলে আপনার মুখ হাঁ হয়ে যাবে

আমরা জানি যে মাকড়সারা পোকামাকড়, কীট, পতঙ্গ খেয়ে পেট ভরায়। সম্প্রতি মাকড়সাদের খিদে নিয়ে চমকে দেওয়ার মতো তথ্য উঠে এসেছে। আমাদের মনে হতেই পারে, এই ছোট জীবটি কতই বা খেতে পারে! কিন্তু যদি প্রশ্ন করা হয়, বিশ্বে যত মাকড়সা আছে, এক বছরে কত খাবার খেতে পারে তারা?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ১৮:২৩
Share: Save:

আমরা জানি যে মাকড়সারা পোকামাকড়, কীট, পতঙ্গ খেয়ে পেট ভরায়। সম্প্রতি মাকড়সাদের খিদে নিয়ে চমকে দেওয়ার মতো তথ্য উঠে এসেছে। আমাদের মনে হতেই পারে, এই ছোট জীবটি কতই বা খেতে পারে! কিন্তু যদি প্রশ্ন করা হয়, বিশ্বে যত মাকড়সা আছে, এক বছরে কত খাবার খেতে পারে তারা?

উত্তর জানা নেই আমাদের।

আরও পড়ুন: এ বার বিগ বেন্ড-এর কাছে মাথা নোয়াবে বুর্জ খলিফা!

মার্টিন ও ক্লস জানান, বিশ্বে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টন মাকড়সা আছে। এক বছরে বিশ্বের সমস্ত মাকড়সা যা খায় তার পরিমাণ ৪০-৮০ কোটি টন। হিসেব করলে দাঁড়ায় বিশ্বের ৭০০ কোটি মানুষ এক বছরে যা মাংস খায়, তার থেকেও বেশি।

মাকড়সা বিজ্ঞানীরা জানান, একটি মাকড়সা প্রতি দিন তার দেহের ওজনের ১০ শতাংশ ওজনের খাবার খায়। অর্থাত্ প্রতি দিন এক জন ৯০ কেজি ওজনের মানুষের ৯ কেজি মাংস খাওয়ার মতো ব্যাপার। আরও চমকে দেওয়ার মতো তথ্য জানিয়েছেন মার্টিন ও ক্লস। সারা বিশ্বে যত মানুষ রয়েছে তাঁদের মোট ওজন যদি হিসেব করা যায়, সেই ওজনও মাকড়সাদের এক বছরের খাবারের পরিমাণের ধারে কাছে ঘেঁষতে পারবে না।

অন্য বিষয়গুলি:

Spider
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE