Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আমেরিকায় পুলিশের হাতে ফের খুন কৃষ্ণাঙ্গ

ফের এক কৃষ্ণাঙ্গ কিশোরের হত্যা নিয়ে উত্তপ্ত আমেরিকা। এ বারের ঘটনাস্থলও মিসৌরি। গত অগস্টে এই মিসৌরিরই ফার্গুসনের কৃষাঙ্গ কিশোর মাইকেল ব্রাউনকে গুলি করে মেরেছিল শ্বেতাঙ্গ পুলিশ। নিরস্ত্র মাইকেলকে মারার পরে প্রতিবাদের ঝড় উঠেছিল আমেরিকা জুড়ে। এ বারের ঘটনাস্থল সেই ফার্গুসন থেকেই মাইল দু’য়েক দূরে।

সংবাদ সংস্থা
বার্কলে শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৪ ০২:৪৯
Share: Save:

ফের এক কৃষ্ণাঙ্গ কিশোরের হত্যা নিয়ে উত্তপ্ত আমেরিকা। এ বারের ঘটনাস্থলও মিসৌরি। গত অগস্টে এই মিসৌরিরই ফার্গুসনের কৃষাঙ্গ কিশোর মাইকেল ব্রাউনকে গুলি করে মেরেছিল শ্বেতাঙ্গ পুলিশ। নিরস্ত্র মাইকেলকে মারার পরে প্রতিবাদের ঝড় উঠেছিল আমেরিকা জুড়ে। এ বারের ঘটনাস্থল সেই ফার্গুসন থেকেই মাইল দু’য়েক দূরে। সেন্ট লুই এলাকার বার্কলে শহরতলি। তবে পুলিশ জানিয়েছে, বছর আঠারোর ওই কিশোর বন্দুক নিয়ে পুলিশের দিকে ধেয়ে এসেছিল। আত্মরক্ষার্থেই গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। স্থানীয় একটি দৈনিক সূত্রে জানা গিয়েছে, নিহত কিশোরের নাম অ্যান্টোনিও মার্টিন।

সেন্ট লুই পুলিশের তরফে সার্জেন্ট ব্রায়ান শেলম্যান জানিয়েছেন, কাল রাত সাড়ে এগারোটা নাগাদ বার্কলের একটি পেট্রোল পাম্পে রুটিন তল্লাশি চালাতে গিয়েছিলেন ওই পুলিশ অফিসার। আচমকাই তাঁর দিকে ধেয়ে আসে অ্যান্টোনিও এবং আরও এক জন। ওই দু’জনেরই হাতে অস্ত্র ছিল। আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ। অ্যান্টোনিওর মৃত্যু হলেও বাকি জন সেখান থেকে পালিয়ে যায়। অ্যান্টোনিওর মৃত্যুর খবর জানাজানি হওয়ার পরে জনা ষাটেক দুষ্কৃতী ওই পেট্রোল পাম্পে লুঠপাট চালায় বলে অভিযোগ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই জায়গাটি ঘিরেও দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

black american murder burkley
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE