Advertisement
E-Paper

কুড়ি বছরে ১০টি প্রেম, ক্লুনি বাঁধা পড়লেন এগারোয়

হলিউডের তারকারা এখন নেমে এসেছেন প্রেমের শহর ভেনিসে। কেট ব্লঁশেট থেকে ব্র্যাঞ্জেলিনা, সান্দ্রা বুলক থেকে ম্যাট ডেমন... ভেনিসের অলিগলিতে চেনা মুখের ভিড়। শ্যুটিং নয়। বরং স্বপ্নের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত তারকারা। কী পরবেন, কী ভাবে সাজবেন, পাপারাৎজির ক্যামেরায় কী ভাবে ধরা দেবেন। যে সে বিয়ে তো নয়! সপ্তাহ শেষে বিয়ের বাঁধনে বাঁধা পড়ছে সাম্প্রতিক কালে হলিউডের সব চেয়ে আলোচিত প্রেম। জর্জ ক্লুনি ও আমাল আলামুদ্দিন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৪ ০২:৫৮
শুক্রবার ভেনিসে নৌবিহারে জর্জ ক্লুনি ও আমাল আলামুদ্দিন। ছবি: এএফপি।

শুক্রবার ভেনিসে নৌবিহারে জর্জ ক্লুনি ও আমাল আলামুদ্দিন। ছবি: এএফপি।

হলিউডের তারকারা এখন নেমে এসেছেন প্রেমের শহর ভেনিসে। কেট ব্লঁশেট থেকে ব্র্যাঞ্জেলিনা, সান্দ্রা বুলক থেকে ম্যাট ডেমন... ভেনিসের অলিগলিতে চেনা মুখের ভিড়। শ্যুটিং নয়। বরং স্বপ্নের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত তারকারা। কী পরবেন, কী ভাবে সাজবেন, পাপারাৎজির ক্যামেরায় কী ভাবে ধরা দেবেন। যে সে বিয়ে তো নয়! সপ্তাহ শেষে বিয়ের বাঁধনে বাঁধা পড়ছে সাম্প্রতিক কালে হলিউডের সব চেয়ে আলোচিত প্রেম। জর্জ ক্লুনি ও আমাল আলামুদ্দিন।

গত কয়েক মাসে প্রায়শই একসঙ্গে দেখা গিয়েছে দু’জনকে। কখনও কোনও পাঁচতারা হোটেলের লবিতে চুম্বনরত অবস্থায়। কখনও বা রেড কার্পেটে হাত ধরাধরি করে দাঁড়িয়ে। গুঞ্জনও ছিল, খুব শিগগিরি গাঁটছড়া বাঁধছেন তাঁরা। তবু বিয়ের খবরটা এল হঠাৎই। আগামী সোমবার ভেনিসের গ্র্যান্ড ক্যানালের ধার ঘেঁষে চোদ্দো শতকের একটি প্রাসাদে বিয়ে করছেন ৫৩ বছরের ক্লুনি ও তাঁর চেয়ে সতেরো বছরের ছোট ব্রিটিশ-লেবানিজ তরুণী।

গত এপ্রিল মাসে এই ইতালিতেই ক্লুনির সঙ্গে প্রথম দেখা আমালের। আইনজীবী হিসেবে যথেষ্টই সুনাম রয়েছে তাঁর। উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জের মতো মানুষ আমালের মক্কেল। মানবাধিকার কর্মী হিসেবেও কাজ করেন তিনি। কাজের সূত্রেই আমালের আলাপ হয়েছিল রাষ্ট্রপুঞ্জের দূত জর্জ ক্লুনির সঙ্গে। প্রথম পরিচয়েই দানা বেঁধেছিল প্রেম। ক্লুনিও তখন ‘সিঙ্গল’। টালিয়া বালসামের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছিল সেই ১৯৯৩ সালে। তার পর গত কুড়ি বছরে অন্তত খান দশেক সম্পর্কে জড়িয়েছিলেন ক্লুনি। কখনও তাঁর পাশে ব্রিটিশ মডেল, কখনও আবার ইতালীয় অভিনেত্রী। এক সময় আবার তাঁর প্রেমিকা ফরাসি টিভি তারকা সেলিন বালিট্রান। কিন্তু কোনও সম্পর্কই বিয়ে পর্যন্ত গড়ায়নি। মাঝে এমনও শোনা গিয়েছিল, কোনও দিনই বিয়ে করবেন না তিনি। বিয়ে নামক প্রতিষ্ঠানটাতেই আপত্তি রয়েছে ক্লুনির। তবে আমালের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর, ক্লুনি নিজেই স্বীকার করে নিয়েছিলেন সে কথা। বিয়ের ইচ্ছেও প্রকাশ করেন। কিছু দিন আগেই এক অনুষ্ঠানে ক্লুনি বলেছিলেন, “আমাল, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমায় ভালবাসব। কবে তোমাকে স্ত্রী হিসেবে পাব.., অপেক্ষায় দিন গুনছি।”

আগামী সোমবার বিয়ের অনুষ্ঠান। যদিও আজ থেকেই গন্ডোলা-নগরীতে সাজো সাজো রব। গ্র্যান্ড ক্যানালের আশপাশে পাঁচতারা হোটেলগুলোয় শুরু হয়ে গিয়েছে প্রি-পার্টি। নিমন্ত্রিত অতিথি ১৩৬ জন। কিন্তু তাতে কী? উত্তেজনায় টগবগ করে ফুটছেন ভেনিসের বাসিন্দারাও। নিজেরাই বলছেন, বছরের সেরা পার্টির জন্য সাজছে তাঁদের শহর। স্থানীয় ওয়াটারট্যাক্সির চালক ব্রুনো বার্তোলিনি-র মুখেই শোনা গেল সে কথা। বললেন, “এখানে সবার মুখে একটাই নাম ক্লুনি। বিশেষ করে মেয়েরা। যদি এক ঝলকও দেখা যায়, সেই আশায় তাঁরা ভিড় করছেন ক্যানালের দু’ধারে।”

শুক্র থেকে সোম, অনুষ্ঠান হবে টানা চার দিন। সে জন্য একাধিক পাঁচতারা হোটেল বুক করেছেন হবু দম্পতি। হলিউড থেকে আসা অতিথিরা উঠেছেন গিডেকা দ্বীপপুঞ্জের একটি হোটেলে। ক্লুনিদের প্রস্তাব মতো ৭৯টি ঘরের ওই হোটেলটিকে আগামী কয়েক দিনের জন্য খামারবাড়ির চেহারা দেওয়া হয়েছে। সুবিশাল হল ঘরটিতে লাগানো হয়েছে বড় বড় ঝাড়বাতি। আজ রাতে অতিথিদের নিয়ে এই হোটেলেই নৈশভোজ সারবেন ক্লুনিরা।

শনিবারের পরিকল্পনাটা একেবারে আলাদা। আগামিকাল ক্যানালের ধার ঘেঁষে অন্য একটি হোটেলে রিসেপশন পার্টি। অতিথিদের পুলিশ-বোটে করে নিয়ে যাওয়া হবে সেখানে। দুপুরে ওই হোটেলের বাগানেই চাঁদোয়া টাঙিয়ে ভোজের আয়োজন করা হয়েছে। খানাপিনার দায়িত্বে রয়েছেন ইতালীয় শেফ। পাঁচ ধরনের খাবার থাকছে ভোজের তালিকায়। তবে পদের সংখ্যা কত, জানা যায়নি সে সব। সন্ধে নামলেই বদলে যাবে পার্টির চেহারা। পাঁচতারা হোটেলের রেস্তোরাঁ তখন হবে নাইটক্লাব। ডান্স ফ্লোরে ঝড় তুলবেন সেলিব্রেটিরা।

তবে আকর্ষণের কেন্দ্র সোমবার। ওই দিনই টাউন হলে বিয়ে। শোনা যাচ্ছে, ক্লুনি পরবেন আরমানি স্যুট। আর আমালের পরনে থাকবে সারা বার্টনের নকশা করা গাউন। এই সারাই ব্রিটিশ রাজবধূ কেটের বিয়ের পোশাক তৈরি করেছিলেন। দুপুর বারোটা নাগাদ শুরু হবে বিয়ের অনুষ্ঠান। চলবে দু’ঘণ্টা ধরে।

ইতিমধ্যেই হবু দম্পতি পৌঁছে গিয়েছেন ভেনিসে। ছবি-শিকারি ও ভক্তদের হাত থেকে বাঁচতে এখন থেকেই আঁটোসাঁটো প্রহরা। গোপনীয়তা রাখতে চুক্তি হয়েছে হোটেলগুলোর সঙ্গে। সেই সব হোটেলের ধার দিয়ে এখন স্পিড বোট বা নৌকো নিয়ে যাওয়াও নিষিদ্ধ। যদিও ক্লুনিরা আজ সাগ্রহে ধরা দিলেন পাপারাৎজি-ক্যামেরায়। পোজও দিলেন হাসিমুখে।

তবু ভক্তদের কাছে তো অধরাই তাঁরা। অগত্যা দূর থেকেই অনেকে ছবি তুলে রাখছেন টাউন হলের। এখানেই যে বিয়ে হবে তাঁদের স্বপ্নের নায়কের!

George Clooney Amal Alamuddin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy