Advertisement
E-Paper

টুকরো খবর

ন’মাসের শিশু মহম্মদ মুসার বিরুদ্ধে আনা খুনের চেষ্টার অভিযোগ আনার জন্য পুলিশকে শো-কজ করল একটি পাক আদালত। এই সংক্রান্ত মামলাটিও খারিজ হয়ে গিয়েছে। মহম্মদের বাবা জানান, এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। সেই ‘অপরাধে’ ২৫ জন স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে নানা অভিযোগ আনে পুলিশ।

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৪ ০১:৫০

খারিজ মামলা

সংবাদ সংস্থা • ইসলামাবাদ

ন’মাসের শিশু মহম্মদ মুসার বিরুদ্ধে আনা খুনের চেষ্টার অভিযোগ আনার জন্য পুলিশকে শো-কজ করল একটি পাক আদালত। এই সংক্রান্ত মামলাটিও খারিজ হয়ে গিয়েছে। মহম্মদের বাবা জানান, এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। সেই ‘অপরাধে’ ২৫ জন স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে নানা অভিযোগ আনে পুলিশ। তাতেই ছিল মহম্মদের নাম। ঘটনার পর বিষয়টি নজরে আসে প্রশাসনের। সঙ্গে সঙ্গেই সাসপেন্ড করা হয় অভিযোগকারী সাব-ইনস্পেক্টর কাশিফ আহমেদকে।

নিরাপত্তা বলয় পেরিয়ে খলনায়ক দমকা হাওয়া

ছবি: এপি

নিরাপত্তা বলয় পেরিয়ে খলনায়ক হয়ে উঠেছিল দমকা হাওয়া। তাতে ‘বিপজ্জনক ভাবে’ উড়ছিল মিশেল ওবামার স্কার্ট। দৃশ্যতই অস্বস্তিতে পড়ে যান মার্কিন ফার্স্ট লেডি। আর ঠিক তখনই এগিয়ে এলেন স্বামী বারাক ওবামা। আমেরিকার অস্টিন শহরে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী। বৃহস্পতিবার হিউস্টন বিমানবন্দরে পৌঁছন তাঁরা (বাঁ দিকের ছবি)। বিমানের সিঁড়ি দিয়ে ওঠার সময় প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছিল। আচমকাই মিশেলের নীল-কালো ডোরাকাটা স্কার্টটি উড়তে থাকে। তবে এতটুকু না থমকে পরিস্থিতি সামলে নেন প্রেসিডেন্ট। স্ত্রীর স্কার্টটি হাত দিয়ে চেপে ধরেই সিঁড়ি দিয়ে উঠতে থাকেন। (ডান দিকে) অস্টিনে নামার পরে দেখা যায়, সেখানেও বেশ জোরে হাওয়া দিচ্ছে। তবে হিউস্টনের থেকে হাওয়ার তীব্রতা অনেক কম ছিল। বিমান থেকে নামার সময় ফের হাসিমুখে স্ত্রীর স্কার্ট সামলান ওবামা।

রমণার বটমূলে। ঢাকায় ছায়ানটের শিল্পীদের পয়লা বৈশাখের
অনুষ্ঠানের চূড়ান্ত মহড়া। শনিবার বাপি রায়চৌধুরীর তোলা ছবি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy