Advertisement
E-Paper

টুকরো খবর

শুক্রবার রাতে সবে বরাতের পটকা ফাটানো নিয়ে দু’দলের সংঘর্ষে একই পরিবারের ৭ মহিলা ও শিশু-সহ ১০ জন প্রাণ হারালেন বাংলাদেশের রাজধানী ঢাকায়। পল্লবীর কালশিতে ‘বিহারি’ নামে পরিচিত উর্দুভাষীদের ক্যাম্পের একটি ঘরে আগুন লাগায় কিছু দুষ্কৃতী। শনিবার দুপুর পর্যন্ত পুলিসের সঙ্গে বাসিন্দাদের দফায় দফায় সংঘর্ষ চলে। ইট-পাথরের পাশাপাশি পুলিশকে লক্ষ করে গুলিও চালানো হয়েছে।

শেষ আপডেট: ১৫ জুন ২০১৪ ০১:৩১

বাজি নিয়ে সংঘর্ষে হত ১০ ঢাকায়

নিজস্ব সংবাদদাতা • ঢাকা

শুক্রবার রাতে সবে বরাতের পটকা ফাটানো নিয়ে দু’দলের সংঘর্ষে একই পরিবারের ৭ মহিলা ও শিশু-সহ ১০ জন প্রাণ হারালেন বাংলাদেশের রাজধানী ঢাকায়। পল্লবীর কালশিতে ‘বিহারি’ নামে পরিচিত উর্দুভাষীদের ক্যাম্পের একটি ঘরে আগুন লাগায় কিছু দুষ্কৃতী। শনিবার দুপুর পর্যন্ত পুলিসের সঙ্গে বাসিন্দাদের দফায় দফায় সংঘর্ষ চলে। ইট-পাথরের পাশাপাশি পুলিশকে লক্ষ করে গুলিও চালানো হয়েছে। পুলিশও পাল্টা জবাব দেয়। বিকেলের পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বাংলাদেশের স্বাধীনতার পরে বিভিন্ন কারণে পাকিস্তানে ফিরতে না-পারা বেশ কয়েক হাজার উর্দুভাষী পরিবার ঢাকা-সহ নানা জায়গায় শিবির করে থাকেন। ঢাকার কালশিতে এমনই একটি বসতির বাসিন্দাদের সঙ্গে স্থানীয় বাংলাদেশিদের নানা কারণে মনোমালিন্য লেগেই থাকে। শুক্রবার রাতে সবে বরাতের পটকা ফাটানো নিয়ে দু’পক্ষের বাদানুবাদ থেকে হাতাহাতি শুরু হয়। এই সময়েই কিছু লোক বস্তির একটি ঘরে আগুন লাগিয়ে দেয়। একটি পরিবারের চার মহিলা ও দু’টি শিশু বন্ধ ঘরে আটকে পড়ে মারা যান। তার পরেই উত্তেজনা চরমে ওঠে। বস্তির মানুষেরা পুলিশের হাতে মরদেহগুলি দিতে অস্বীকার করেন। পুলিশকে আক্রমণও করা হয়। শয়ে শয়ে মহিলা-পুরুষ রাস্তায় নেমে আসায় গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। ভোর থেকে দফায় দফায় সংঘর্ষে অন্তত তিন জন মারা যান। লাঠি ও কাঁদানে গ্যাসের পাশাপাশি পুলিশ শূন্যে গুলিও ছোড়ে। সন্ধ্যায় পরিস্থিতি শান্ত হলেও উত্তেজনা রয়েছে। রাত পর্যন্ত পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে।

মুশারফের বিরুদ্ধে

বৃহস্পতিবার পাকিস্তানের সিন্ধু হাইকোর্ট নির্দেশ দিয়েছিল প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের উপর থেকে যেন সরকার দেশের বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা তুলে নেয়। আর শনিবার সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করল পাকিস্তান সরকার। সরকারের তরফে শীর্ষ আদালতকে অনুরোধ করা হয়, এক্সিট কন্ট্রোল লিস্ট (ইসিএল) থেকে মুশারফের নাম যেন তুলে নেওয়া না হয়। কারণ সরকারের যুক্তি, এক বার মুশারফকে দেশের বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হলে দেশদ্রোহিতার মামলায় সাক্ষ্য দিতে তিনি আর দেশে ফিরবেন না। এ দিকে, প্রাক্তন পাক প্রেসিডেন্ট শুক্রবার সিন্ধু হাইকোর্টকে অনুরোধ করেছেন, তিনি যাতে দ্রুত দেশ ছেড়ে যেতে পারেন, তার জন্য তাঁকে অনুমতি দেওয়া হোক।

পাকিস্তানে ভূকম্প

উত্তরপশ্চিম পাকিস্তানে তীব্র ভূকম্প অনুভূত হল শনিবার। ৬.৬ মাত্রার ভূকম্পনের কেন্দ্রবিন্দু ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বত। পেশোয়ার এবং সংলগ্ন এলাকায় অনুভূত হয় কম্পন। তবে হতাহতের কোনও খবর নেই।

আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন

আফগানিস্তানে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণ ভাবেই শেষ হল। এপ্রিল মাসের প্রথম দফার ভোটের মতোই এ বারও বড়সড় কোনও নাশকতা ঘটাতে পারেনি তালিবান জঙ্গিরা। শনিবারের নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ ভাবে শেষ হলেও কোথাও কোথাও বিক্ষিপ্ত গোলমালের খবর পাওয়া গিয়েছে। অন্তত ১৫০ ছোটখাটো হামলার খবর মিলেছে। খোস্ত প্রদেশে একটি বুথের কাছে একটি বাড়িতে তালিবানের রকেট হামলায় একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, কয়েকটি বুথে প্রয়োজনের তুলনায় কম ব্যালট পেপার ছিল।

বিস্ফোরণে হত ৮

পূর্ব সিরিয়ার মায়াদিনে একটি অস্ত্র বাজারে বিস্ফোরণের জেরে প্রাণ হারালেন আট জন। শনিবার এই ঘটনায় জখমও হয়েছেন অনেকে। তবে সিরিয়ার সরকারি টেলিভিশন দাবি করেছে, বিস্ফোরণে মৃত্যু হয়েছে তিরিশ জনের।

পাকিস্তানে ভারতীয় প্রতিনিধিরা

ভারত-পাক শান্তি প্রক্রিয়া আরও জোরদার করতে পাকিস্তানে একটি সম্মেলনে যোগ দিতে গেলেন প্রাক্তন মন্ত্রী মণিশঙ্কর আইয়ার, সলমন খুরশিদ-সহ ১৪ সদস্যের একটি ভারতীয় প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি শুক্রবার পাকিস্তানে পৌঁছেছে। পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরির ‘রিজিওনাল পিস্ ইনস্টিটিউটের’ উদ্যোগে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে সম্মেলনটি। কাসুরির আমন্ত্রণেই পাকিস্তানে গিয়েছে ভারতীয় প্রতিনিধি দল।

বাবা ওবামা

নিজে দুই মেয়ের বাবা। বোঝেন সন্তানদের জীবনে বাবার গুরুত্ব। তাই ছেলেমেয়েদের জীবনের প্রতি আরও মনোযোগ দেওয়ার জন্য বাবাদের পরামর্শ দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর মতে, সমাজে বাবাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সন্তান থাকলেই বাবা হওয়া যায় না। সন্তানকে মানুষ করতে পারাতেই তাঁর সার্থকতা। রেডিওর একটি অনুষ্ঠানে দুই মেয়ের গর্বিত পিতা বলেন, “আমি শৈশব কাটিয়েছি বাবাকে ছাড়াই। তাই বাবা থাকা, না থাকার তফাতটা জানি। সেই কারণেই দুই মেয়ের প্রতি আমি অত্যন্ত মনোযোগী।”

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy