Advertisement
২০ মে ২০২৪

পুলিশ মেরে ৩ জঙ্গি ছিনতাই বাংলাদেশে

পুলিশের গাড়িতে বোমা ছুড়ে, এক পুলিশকে গুলি করে মেরে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর তিন জঙ্গিকে ছিনতাই করে নিয়ে গেল তার সঙ্গীরা। রবিবার সকালে ময়মনসিংহের ত্রিশাল মোড়ে এই ঘটনার পরে বাংলাদেশ জুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫২
Share: Save:

পুলিশের গাড়িতে বোমা ছুড়ে, এক পুলিশকে গুলি করে মেরে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর তিন জঙ্গিকে ছিনতাই করে নিয়ে গেল তার সঙ্গীরা। রবিবার সকালে ময়মনসিংহের ত্রিশাল মোড়ে এই ঘটনার পরে বাংলাদেশ জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। সন্ধ্যায় টাঙ্গাইল থেকে পলাতক এক জঙ্গি-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই জঙ্গির জন্য ২ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

একটি মামলায় হাজির করার জন্য জেএমবি-র তিন কট্টর জঙ্গি সালাউদ্দিন সালেহিন (৩৬), জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান (৩৫) ও রাকিবুল ইসলাম (৩৫)-কে প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাচ্ছিল ময়মনসিংহ পুলিশ। এর মধ্যে সালেহিন ও মিজান প্রাণদণ্ডে দণ্ডিত আসামি। রাকিবুলের যাবজ্জীবন সাজা হয়েছে। ত্রিশাল মোড়ের কাছে দু’টি মোটরগাড়ি রাস্তায় আড়াআড়ি দাঁড়িয়ে পড়ে ভ্যানটি থামায়।

মুখোশ পরা এক দল সশস্ত্র জঙ্গি ভ্যানটি ঘিরে ধরে বোমা ছুড়তে থাকে। পাহারাদার তিন পুলিশকে গুলি করা হয়। ঘটনাস্থলেই এক পুলিশ মারা যান। অন্য দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পরে ভ্যান থেকে তিন জঙ্গিকে মোটরগাড়িতে তুলে জঙ্গিরা দ্রুত পালিয়ে যায়।

কয়েক মিনিটের মধ্যে এই হামলাটি ঘটে যাওয়ার পর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে জঙ্গিরা ঢাকার দিকেই গিয়েছে। রাজধানী ঢাকা ও টাঙ্গাইল শহরের প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়। পথচলতি সমস্ত গাড়িতে তল্লাশি শুরু হয়। এর মধ্যেই খবর আসে, আসামিদের গাড়িটি একটি অটোরিক্সাকে ধাক্কা মেরে অচল হয়ে গিয়েছে। স্থানীয়দের সাহায্যে পুলিশ তার চালককে গ্রেফতার করে। দুটি বন্দুক, বেশ কিছু গুলি ও বোমা গাড়িটির মধ্য থেকে উদ্ধার করা হয়। কিন্তু জঙ্গিরা পালিয়ে যায়। টেলিভিশনে জঙ্গিদের ছবি সম্প্রচার করা হতে থাকে। পুরস্কারের ঘোষণাও করা হয়।

টেলিভিশনে দেখা ছবির সঙ্গে মিল থাকায় সন্ধ্যায় সঙ্গী-সহ এক পথচারীকে টাঙ্গাইল শহরে আটক করে স্থানীয় মানুষ। তার হাতে পায়ে ডান্ডাবেড়ির দাগ ও সদ্য কামানো দাড়ি দেখে মানুষের সন্দেহ হয়। পুলিশ এসে তাদের আটকের পরে জানতে পারে, এক জন যাবজ্জীবন প্রাপ্ত পলাতক জঙ্গি রাকিবুল ইসলাম। তার সঙ্গীকেও গ্রেফতার করা হয়। সে-ও জামিনে ছাড়া পাওয়া জেএমবি-র এক জন জঙ্গি।

কিন্তু বাকি দুই জঙ্গির হদিশ রাত পর্যন্ত মেলেনি। পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে এই অভিযানে জড়িতদের নাম জানার চেষ্টা হচ্ছে। জঙ্গিরা যাতে পালাতে না পারে, সে জন্য সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই ঘটনাকে শেখ হাসিনা সরকারের ব্যর্থতা বলে বর্ণনা করে ১২ ঘণ্টার মধ্যে জঙ্গিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া। তাঁর অভিযোগ, দেশের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bangladesh militants
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE