চিনের সরকারি বাসে ভয়াবহ আগুনে মৃত্যু হয়েছে ১৭ জন যাত্রীর। চিন সরকার সূত্রের খবর, বাকি ৩২ জন যাত্রী হাসপাতালে ভর্তি। ছ’জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সকালে চিনের উত্তর-পশ্চিম ইংচুয়ান শহরে ঘটনাটি ঘটেছে।
হাসপাতালে ভর্তি হু উয়েজিয়ান নামে এক যাত্রী জানান, তিনি বাসের সামনেই বসে ছিলেন। হঠাৎই ‘আগুন লেগেছে’ বলে শোরগোল শুনে তিনি দেখেন বাসের সামনের দিকে দাউদাউ করে আগুন জ্বলছে। তাঁর কথায়, ‘‘কিছু বুঝে ওঠার আগেই দেখি আমার জুতো জ্বলছে। বাসের সব যাত্রী ভয়ে চিৎকার করছেন। মাথা কাজ করছিল না। মনে হচ্ছিল, এটাই শেষ।’’ কিন্তু সেখানেই শেষ হয়নি। বাইরে থেকে কেউ বাসের দরজা খুলে দিতেই এক এক করে নামতে থাকেন যাত্রীরা। কিন্তু প্রাণে বাঁচেননি ন’জন মহিলা-সহ বাসের ১৭ যাত্রী। তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ মা ইয়ংপিং নামে স্থানীয় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনাস্থলে আধপোড়া জামা পরা ওই ব্যক্তিই কোনও কারণবশত বাসে আগুন লাগিয়ে দিয়েছেন। কেন তিনি এ কাজ করেছেন, তা অবশ্য এখনও জানতে পারেনি পুলিশ। তবে চিনে এ ভাবে যাত্রিবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা এই প্রথম নয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তদন্ত শুরু করেছে চিন সরকার।