Advertisement
০৭ মে ২০২৪

ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীকে কুপিয়ে হত্যা অস্ট্রেলিয়ায়

এক ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী শনিবার রাতে খুন হয়েছেন সিডনির কাছে ওয়েস্টমেডে। পুলিশ জানিয়েছে ৪১ বছর বয়সি ওই মহিলাকে তাঁর বাড়ি থেকে মাত্র ৩০০ মিটার দূরে কুপিয়ে খুন করা হয়েছে। প্রভা অরুণ কুমার নামের ওই তথ্যপ্রযুক্তি কর্মীর এক বন্ধু জানিয়েছেন, বেশি রাতে অফিস থেকে বাড়ি ফেরার জন্য গাড়ি নিতে চাইতেন না প্রভা। তাই গত কালও একাই ফিরছিলেন তিনি।

প্রভা অরুণ কুমার

প্রভা অরুণ কুমার

সংবাদ সংস্থা
মেলবোর্ন শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৫ ০৩:১১
Share: Save:

এক ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী শনিবার রাতে খুন হয়েছেন সিডনির কাছে ওয়েস্টমেডে। পুলিশ জানিয়েছে ৪১ বছর বয়সি ওই মহিলাকে তাঁর বাড়ি থেকে মাত্র ৩০০ মিটার দূরে কুপিয়ে খুন করা হয়েছে।

প্রভা অরুণ কুমার নামের ওই তথ্যপ্রযুক্তি কর্মীর এক বন্ধু জানিয়েছেন, বেশি রাতে অফিস থেকে বাড়ি ফেরার জন্য গাড়ি নিতে চাইতেন না প্রভা। তাই গত কালও একাই ফিরছিলেন তিনি। বন্ধুটির বারণ সত্ত্বেও প্রভা তাঁর কথায় কান দেননি। সেই পথে হামেশাই চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটে বলেও প্রভাকে বারবার সতর্ক করা হয়েছিল।

পুলিশ সূত্রের খবর, আরগাইল স্ট্রিট ধরে হেঁটে পার্ক প্যারেডে পৌঁছন প্রভা। তার পরই পারামাত্তা পার্ক এলাকায় এক বা একাধিক দুষ্কৃতীর হাতে তিনি আক্রান্ত হন। সেই সময় প্রভা বেঙ্গালুরুতে স্বামী অরুণ কুমারের সঙ্গে ফোনে কথা বলছিলেন।

“দয়া করে আমার কোনও ক্ষতি করবেন না। আপনাদের যা ইচ্ছে তাই নিয়ে নিন। কিন্তু আমায় ছেড়ে দিন।”... “আমায় মারবেন না। আমায় মারবেন না।” ছেঁড়া ছেঁড়া কথাগুলো ফোনের এ পার থেকে নিরুপায় ভাবে শুনতে পাচ্ছিলেন অরুণ। তার পরই প্রভার গলায় শেষ কথা শুনলেন তিনি। “আমার মনে হয় আমাকে ছুরি মারা হয়েছে।” এই কথা বলার সঙ্গে সঙ্গেই কেটে গেল ফোনটা।

প্রভার এক আত্মীয় জানিয়েছেন ভারতীয় সময় শনিবার দুপুর তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় তাঁকে পড়ে থাকতে দেখে ওয়েস্টমেড হাসপাতালে প্রভাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানান প্রচুর রক্তক্ষরণের জন্য প্রভার মৃত্যু হয়েছে। প্রভার স্বামী শনিবার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন। তবে তাঁদের ন’বছরের কন্যাকে আপাতত কিছু জানানো হয়নি। প্রভার পরিবারকে জানানো হয়েছে যে দেহের ময়না তদন্ত চলছে।

তিন বছর আগে একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কাজে সিডনি পাড়ি দেন প্রভা। কথা ছিল এ বছর এপ্রিল মাসে তিনি বাড়ি ফিরবেন। এই ঘটনাটিকে পুলিশ “ভয়াবহ” বলে বর্ণনা করেছে। প্রভা যে সংস্থায় চাকরি করতেন, এগিয়ে এসেছেন সেই কর্তৃপক্ষও। অস্ট্রেলিয়া এবং ভারত সরকারের সঙ্গে কথা বলে প্রভার দেহ ভারতে ফেরানোর চেষ্টা করছেন তাঁরা। তদন্তে সাহায্যের জন্য সাধারণ মানুষের কাছেও আবেদন জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE