Advertisement
E-Paper

সইদের সংগঠন নিষিদ্ধ করল পাকিস্তান

আর মাত্র তিন দিন। তার পরেই ভারতের মাটি ছোঁবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’। ঠিক তার আগে পাকিস্তানের মাটিতে জামাত-উদ-দাওয়া, হক্কানি গোষ্ঠী-সহ দশ জঙ্গিগোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান সরকার। ওই গোষ্ঠীগুলির যাবতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করা হয়েছে। নিষেধাজ্ঞা চাপানো হয়েছে জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদের বিদেশযাত্রার উপরে। অনেকের ধারণা, সন্ত্রাস-দমন প্রশ্নে পাকিস্তান যে কতটা বদ্ধপরিকর, আমেরিকাকে তা বোঝাতেই ওবামার ভারত সফরের ঠিক আগে এই ঘোষণা করল পাকিস্তান।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৫ ০৩:১৮

আর মাত্র তিন দিন। তার পরেই ভারতের মাটি ছোঁবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’। ঠিক তার আগে পাকিস্তানের মাটিতে জামাত-উদ-দাওয়া, হক্কানি গোষ্ঠী-সহ দশ জঙ্গিগোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান সরকার। ওই গোষ্ঠীগুলির যাবতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করা হয়েছে। নিষেধাজ্ঞা চাপানো হয়েছে জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদের বিদেশযাত্রার উপরে। অনেকের ধারণা, সন্ত্রাস-দমন প্রশ্নে পাকিস্তান যে কতটা বদ্ধপরিকর, আমেরিকাকে তা বোঝাতেই ওবামার ভারত সফরের ঠিক আগে এই ঘোষণা করল পাকিস্তান।

ডিসেম্বরে পেশোয়ারে সেনা স্কুলে হামলার পর থেকেই দেশের মাটিতে জঙ্গি-বিরোধী অভিযানের তৎপরতা বাড়িয়েছে পাকিস্তান। বলা হয়েছে, এর পর থেকে ‘ভাল তালিবান’, ‘খারাপ তালিবান’ ভেদাভেদ করা হবে না। কিন্তু মুখে বললেও বাস্তবে পাক প্রশাসন মোটেও ততটা কড়া হতে পারেনি, এমন অভিযোগ উঠছিলই। সম্প্রতি লস্কর-ই-তইবার অন্যতম নেতা তথা মুম্বই হামলার মূল চক্রী জাকিউর রহমান লকভিকে ভারতের হাতে তুলে দিতে পাকিস্তানকে যৌথ অনুরোধ করে আমেরিকা ও ব্রিটেন। লকভির জামিনের শুনানির সময়ে সে কথা উল্লেখও করেন সরকারি কৌঁসুলি। পরে অবশ্য এ কথা অস্বীকার করেছে পাক সরকার।

চাপের মুখে জঙ্গি গোষ্ঠীগুলিকে নিষিদ্ধ করার কথা উড়িয়ে দিয়েছে পাকিস্তান। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র তসনীম আসলম বলেন, “কোনও চাপ, এমনকী মার্কিন বিদেশসচিব জন কেরির কথাতেও নয়, শুধু রাষ্ট্রপুঞ্জের প্রতি দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।”

পাক প্রশাসন জানিয়েছে, জামাত-উদ-দাওয়া ছাড়াও সইদ পরিচালিত আর এক সংস্থা ফলহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশনের উপরও নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। ফ্রিজ হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও। তবে তসনীম জানান, পাকিস্তানে হক্কানি গোষ্ঠীর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না।

অনেকেই অবশ্য মনে করেন, এখন অ্যাকাউন্ট ফ্রিজ করে লাভ নেই। কারণ এই নিষেধাজ্ঞা যে চাপতে পারে সে ইঙ্গিত কিছু দিন আগেই দিয়ে রেখেছিল পাকিস্তান। ফলে তার পর অ্যাকাউন্ট থেকে সম্পত্তির সিংহভাগ অংশ সরিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পেয়েছে ওই জঙ্গি সংগঠনগুলি। সুতরাং আজ অ্যাকাউন্ট ফ্রিজ করলেও তাতে কাজের কাজ কিছু হবে না।

আমেরিকা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের একাংশের অবশ্য দাবি, যদি সন্ত্রাস-দমন প্রশ্নে সত্যি পাকিস্তান এতটাই আন্তরিক হয়, তা হলে এ বার অন্তত হাফিজ সইদকে ভারতের হাতে তুলে দিক তারা।

Jamaat-ud-Dawa Hafiz Saeed pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy