Advertisement
E-Paper

কম খরচেই এবার চুলে আনুন হাইলাইটের চমক!

সহজ কিছু উপায় জানা থাকলে বাড়িতে বসে নিজেই করে নিতে পারবেন হাইলাইট। বাঁচবে সময় আর টাকাও। রইল সেই সব কৌশলের হদিশ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২০ ১২:১৮
বাড়িতে বসেই করে নিন হাইলাইট। বাঁচবে সময় আর টাকাও।

বাড়িতে বসেই করে নিন হাইলাইট। বাঁচবে সময় আর টাকাও।

শহর জুড়ে এখন পার্টির মেজাজ। সপ্তাহান্তে পিকনিক আর পার্টি তো লেগেই রয়েছে। পার্টিতে চুলের সাজে নজর কাড়তে চাইছেন অথচ বাদ দিচ্ছেন হাইলাইট! এ আবার হয় না কি? অনেকে আবার পার্লারের স্থায়ী হাইলাইটের রং পছন্দ করেন না। তা ছাড়া পার্লারে ব্যবহৃত রাসায়নিকে চুলের ক্ষতিও করে। তাই ইচ্ছে থাকলেও হাইলাইটের শখ আর পূরণ হয় না। চুলের ক্ষতিও হবে না অথচ চুলে সুন্দর হাইলাইট রং চলেন আসবে তা কি সম্ভব? আলবাত সম্ভব।

পার্লারের হাইলাইটের রঙে ব্লিচ মেশানো থাকে। এই ব্লিচ আপনার চুলের গোড়াকে আলগা করে। ফলে চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগতে হয়। তাই রাসায়নিকের বাড়বাড়ন্ত চুলের জন্য মোটেও ভাল নয়।

তা বলে কি হাইলাইট হবে না? তা কেন? সহজ কিছু উপায় জানা থাকলে বাড়িতে বসে নিজেই করে নিতে পারবেন হাইলাইট। বাঁচবে সময় আর টাকাও। রইল সেই সব কৌশলের হদিশ।

লেবুর রস: লেবুর কেরামতিতেই চুলে করে ফেলুন স্থায়ী হাইলাইট। চুলের পুষ্টিতে এই লেবুর ভূমিকা অনেকখানি। চুলে চাকচিক্য আনতে লেবু অন্যতম সেরা। একটি পাত্রে লেবুর রসের সঙ্গে সম পরিমাণ জল মেশান। এ বার চুলের গোছা আলাদা আলাদা করে ভাগ করে তাতে লাগিয়ে নিন এই রসের মিশ্রণ। এর পর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে চুল ঢাকুন। রোদে বসুন খানিক ক্ষণ। চুল শুকোলে ঈষদুষ্ণ গরম জলে শ্যাম্পু করে নিন। বার দুয়েক এমন করলেই দেখবেন, কেমন রং ধরেছে চুলে!

চায়ের লিকার: ঘরোয়া উপায়ে চুলকে কন্ডিশনিং করতে চায়ের লিকারের তুলনা নেই। কিন্তু জানেন কি, চুলকে হাইলাইট করার ক্ষমতাও রয়েছে এর। তবে যে কোনও রকম চা নয়, ক্যামোমাইল টি ব্যাগ কিনে আনুন। গরম জলে টি ব্যাগটি রাখুন, তা রং ছাড়তে শুরু করলে ভাল করে গুলে নিন। চুলের গোছা আলাদা আলাদা করে ভাগ করে তাতে লাগিয়ে নিন এই মিশ্রণ। রোদে বসুন কিছু ক্ষণ। বার তিনেক এমন করুন। হালকা লালচে আভার হাইলাইট পেয়ে যাবেন সহজেই।

কন্ডিশনার আর দারচিনি: এই দুইয়ের মিশ্রণ আপনার চুলে দারুণ হাইলাইটের কাজ করবে। কয়েকটা দারচিনি মিক্সারে গুঁড়িয়ে নিন। তার পর কন্ডিশনারের সঙ্গে মেশান। এ বার ব্রাশ দিয়ে খানিকটা চুলের গোছা নিয়ে গোড়া থেকে আগা পর্যন্ত ভাল করে লাগিয়ে নিন এই প্যাক। চুলের সেই অংশটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে গুটিয়ে রাখুন। একই ভাবে যেটা হাইলাইট করতে চান, করে ফেলুন। চুলে খোঁপা বেঁধে শাওয়ার ক্যাপে ঢেকে শুয়ে পড়ুন। সকালে উঠে শ্যাম্পু করে ফেললেই চুলে ধরবে মনের মতো রং।

ভিনিগার ও মধুর মিশ্রণ: চুলকে রাসায়নিক মুক্ত উপায় হাইলাইট করতে এই মিশ্রণ একটি উত্তম উপায়। ১ কাপ মধু, ১ টেবিল চামচ এলাচ গুঁড়ো, ১ টেবিল চামচ অলিভ অয়েলে মিশিয়ে নিন ২ কাপ ভিনিগার। মিশ্রণটি ঘন করে বানান। এই প্যাক বানিয়ে রেখে দিন ঘণ্টা তিনেক। এ বার আলাদা করে বেছে নিন কোন কোন চুলগুলিকে হাইলাইট করতে চাইছেন। কেবলমাত্র সেই অংশেই প্যাকটি লাগান। সারা রাত এই ভাবে রেখে সকালে শ্যাম্পু করে নিলেই মিলবে পছন্দের রং।

Hair highlights Hair tips Fashion home remedies
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy