কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে হাওড়া ব্রিজ, হাওড়ার ফুল মার্কেট থেকে পার্কস্ট্রিটের ক্রিস্টমাস কার্নিভাল— শহরের নানা মুহূর্তগুলিকে ফ্রেমবন্দি করে রাখতে ভালবাসেন অনেকেই। তবে স্মার্টফোনের ক্যামেরা যতই ভাল হোক না কেন, তা কখনই ডিএসএলআরকে টেক্কা দিতে পারে না। প্রিন্সেপঘাটে বসে সূর্যাস্তের দারুণ শট ক্যামেরাবন্দি করতে পারলে কতই না ভাল হত!এই ভাবনা থেকেই হয়তো সটান কিনে ফেলেছেন পছন্দের ডিএসএলআর।
এমন ক্যামেরাপ্রীতি রয়েছে অনেকেরই। ছবি তুলতে ভালবাসেন এমন কেউ সবসময়ই নিজের ক্যামেরাটি সম্পর্কে বেশ যত্নবান হন। আপনিও কি সেই দলেই পড়েন? কিন্তু ডিএসএলআর কাঁধে ঘুরে ঘুরে কেবল ছবি তুললেই তো হল না! সাধের যন্ত্রটির যত্নও তো নিতে হবে! ক্যামেরার পাশাপাশি লেন্সকেও কিন্তু অবহেলা করলে চলবে না। লেন্সে অনেক সময়ই ধূলিকণা জমে থাকে। তাই ছবির গুণগত মান ভাল হয় না।
তাই মেনে চলুন কিছু সাবধানতা। ধুলো, বালি, জল, আর্দ্রতা কোনও ভাবেই যেন আপনার দামি ক্যামেরার ক্ষতি করতে না পারে, সে বিষয় সতর্ক থাকুন। ক্যামেরা কেনা ও তার পরের কিছু যত্নের রইল হদিশ।