সে দিনের সেই ছোট্ট মেয়েটাই আজ বছর তেইশের তরুণী! পরনে লাল-সাদা সালোয়ার কামিজ। ওড়নাটাকে মাথার উপর সুন্দর করে ঘোমটার মতো করে জড়ানো। গোটা মুখেই ছড়িয়ে রয়েছে প্রশান্তি মাখা হাসি। ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময়ে সেই হাসিটাই যেন আরও কয়েক পর্দা বেড়ে গেল! এখন তার নাম গীতা। সোমবার সকালে দিল্লি বিমানবন্দরে নামার পর বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ তাঁকে নিয়ে সাংবাদিক বৈঠকও করেন। সে সব ছবি ধরা প়়ল প্রেম সিংহ এবং রমাকান্ত কুশওয়াহার ক্যামেরায়।