Advertisement
১৯ এপ্রিল ২০২৪
International

তিন জেএমবির ১২ বছর করে কারাদণ্ড

বাংলাদেশের খাগড়াছড়িতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে দশ বছর করে কারাদণ্ড দিল আদালত। একই সঙ্গে আসামিদের দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড-সহ মোট ১২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৬ ২১:০২
Share: Save:

বাংলাদেশের খাগড়াছড়িতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে দশ বছর করে কারাদণ্ড দিল আদালত। একই সঙ্গে আসামিদের দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড-সহ মোট ১২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার খাগড়াছড়ি জেলা ও দায়রা বিচারক এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. ইনামুল হক ভূঁঞা এই নির্দেশ দেন। সাজাপ্রাপ্ত তিন জন হলেন, জেএমবির চট্টগ্রাম অঞ্চলের সেকেন্ড-ইন-কমান্ড আব্দুর রহিম ওরফে জাহিদ, দেলোয়ার হোসেন ওরফে সজিব, মো. ইউনুছ আলি ওরফে ইউনুছ।

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌসুলী বিধান কানুনগো জানান, এর আগে গত ২৪ সেপ্টেম্বর একই আদালতে আসামিদের বিরুদ্ধে অন্য একটি মামলায় সাত বছর করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদয়ে আরও দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর ভোরে র‌্যাবের একটি বিশেষ দল খাগড়াছড়ি জেলার মাটিরাঙার শান্তিপুরে অভিযান চালিয়ে চট্টগ্রাম অঞ্চলের জেএমবির সেকেন্ড-ইন-কমান্ড আব্দুর রহিম ওরফে জাহিদ হোসেন, মো. দেলোয়ার হোসেন ওরফে সজিব, মো. ইউনুছ আলি ওরফে ইউনুছ ও সামছু মিয়াকে আটক করে।

এ ঘটনায় বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে পৃথক দু’টি মামলা হয়। পরে পাঁচজনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

JMB
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE