Advertisement
২৬ এপ্রিল ২০২৪

চার ছাত্র খুনে ২৩ জনের ফাঁসি ঢাকায়

নারায়ণগঞ্জে আওয়ামি লিগের চার ছাত্রকর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে ও পুড়িয়ে খুন করার দায়ে ২৩ জনকে প্রাণদণ্ড দিল বাংলাদেশের একটি আদালত। এঁরা সকলেই খালেদা জিয়ার দল বিএনপি-র স্থানীয় নেতা-কর্মী।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ১৮ মে ২০১৭ ০২:৪৭
Share: Save:

নারায়ণগঞ্জে আওয়ামি লিগের চার ছাত্রকর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে ও পুড়িয়ে খুন করার দায়ে ২৩ জনকে প্রাণদণ্ড দিল বাংলাদেশের একটি আদালত। এঁরা সকলেই খালেদা জিয়ার দল বিএনপি-র স্থানীয় নেতা-কর্মী।

পুলিশের রিপোর্ট অনুযায়ী, আড়াই হাজার উপজেলার জালাকান্দি গ্রামের চার ছাত্র লিগ কর্মীকে ২০০২ সালের ১২ মার্চ বাড়ি থেকে ডেকে এনেছিলেন স্থানীয় বিএনপি নেতা আবুল বাসার ও তাঁর দলবল। তার পরে তাদের কুপিয়ে, পুড়িয়ে খুন করা হয়। তদন্তে ২৩ জনকে অভিযুক্ত করে পুলিশ। ১৯ জনকে ধরা গেলেও চার জন ফেরার। বুধবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ১৯ জন-সহ সকলকেই ফাঁসির রায় শোনান। নিহতের পরিবার রায়ে সন্তোষ প্রকাশ করলেও অভিযুক্তদের আইনজীবী জানান, উচ্চ আদালতে যাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murder Dhaka Execution
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE