Advertisement
E-Paper

কবির প্রয়াণে স্থগিত শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠান

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে স্থগিত হয়ে গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠান। তাঁর জন্মদিন উপলক্ষে আয়োজিত আওয়ামি লিগের আলোচনা অনুষ্ঠান, ছাত্র লিগের আনন্দ মিছিল বাতিল হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০৪:২৫

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে স্থগিত হয়ে গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠান। তাঁর জন্মদিন উপলক্ষে আয়োজিত আওয়ামি লিগের আলোচনা অনুষ্ঠান, ছাত্র লিগের আনন্দ মিছিল বাতিল হয়েছে।

বুধবার ছিল বঙ্গবন্ধুকন্যার ৭০ তম জন্মদিন। তাঁর জন্মদিন পালনের জন্য সকল প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিল আওয়ামি লিগ ও এর সহযোগী সংগঠনগুলো। কিন্তু মঙ্গলবার কবির মৃত্যুর পর সব অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শেখ হাসিনার জন্মদিন পালন কমিটির আহ্বায়ক ছিলেন কবি সৈয়দ শামসুল হক। এটি সেই কমিটির কার্ড।নিজস্ব চিত্র।

তিনি বলেন, “কবির প্রয়াণে গভীর শোকাক্রান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে আওয়ামি লিগের সব কর্মসূচি, সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লিগের মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি ও ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলিগের বুধবারের আনন্দ র‌্যালি বাতিল করা হয়েছে। তবে প্রার্থনার মতো কর্মসূচি পালন করা হবে।

শেখ হাসিনার জন্মদিন উদযাপনে গঠিত জাতীয় কমিটির আহ্বায়ক ছিলেন সৈয়দ শামসুল হক। তাঁর মৃত‌্যুতে শিল্পকলা একাডেমির এই অনুষ্ঠানটিও স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভার্জিনিয়ায় তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরিবারের সঙ্গে রয়েছেন।

Sheikh Hasina syed shamsul haque
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy