Advertisement
২৫ এপ্রিল ২০২৪
International

জঙ্গি সংগঠনকে অর্থ সাহায্য করার অভিযোগে ঢাকায় ব্যবসায়ী গ্রেফতার

জঙ্গি সংগঠন শহিদ হামজা ব্রিগেডকে আর্থিক ভাবে সাহায্য করার অভিযোগে রাজধানী ঢাকার উত্তরা থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭ (র‍্যাব)।

বাঁশখালী উপজেলার লটমনি পাহাড়ে র‍্যাবের অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র।

বাঁশখালী উপজেলার লটমনি পাহাড়ে র‍্যাবের অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৬ ১৬:২১
Share: Save:

জঙ্গি সংগঠন শহিদ হামজা ব্রিগেডকে আর্থিক ভাবে সাহায্য করার অভিযোগে রাজধানী ঢাকার উত্তরা থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭ (র‍্যাব)। মঙ্গলবার রাতে গ্রেফতার হওয়া ওই ব্যবসায়ীর নাম আ ক ম মঞ্জুর এলাহী (৩৮)। পোশাক-সহ বিভিন্ন পণ‌্যের ব্যবসায় জড়িত তিনি।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সাংবাদিকদের জানিয়েছেন, মঞ্জুরের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দীপ উপজেলায়। চট্টগ্রামের হাটহাজারী থানায় সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানা-সহ ৩৩ জনের বিরুদ্ধে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার অভিযোগপত্র আসামি তিনি।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) চন্দন দেবনাথ জানিয়েছেন, মঙ্গলবার রাত ১১টার দিকে উত্তরার ১৩ নম্বর রোডের এক বাড়ির সামনে থেকে মঞ্জুর এলাহীকে গ্রেফতার করা হয়। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপেজলায় হলেও পরিবার নিয়ে ঢাকার উত্তরার বাড়িতেই থাকতেন তিনি।

চন্দন আরও জানিয়েছেন, মঞ্জুর এলাহী জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডের নেতা মনিরুজ্জামান ডনকে পাঁচ লক্ষ টাকা দিয়েছে বলে র‍্যাবের কাছে প্রমাণ আছে। সেই প্রমাণের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব সূত্রে খবর, ২০১৫ সালে ২১ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার লটমনি পাহাড়ে এক জঙ্গি আস্তানায় বিপুল পরিমাণ অস্ত্রের সন্ধান পায় র‌্যাব। গ্রেফতার করা হয় পাঁচ জনকে। ওই মাসেই চট্টগ্রামের হাটহাজারী উপজেলা এবং হালিশহরে আরও দু’টি জঙ্গি আস্তানার খোঁজ মেলে র‌্যাবের তদন্তে। এরপর ওই বছরের এপ্রিলে বন্দরনগরী থেকে অস্ত্র-সহ চারজনকে গ্রেফতারের পর নতুন জঙ্গি সংগঠন ‘হামজা ব্রিগেডে’র বিষয়ে নিশ্চিত হয় র‌্যাব।

হামজা ব্রিগেডের অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা যোগানোর অভিযোগে ২০১৫ সালের ১৮ অগস্ট রাতে ঢাকার ধানমণ্ডি থেকে দুই আইনজীবী-সহ গ্রেফতার হন বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে আইনজীবী শাকিলা ফারজানা।

লটমনি পাহাড়ে জঙ্গি আস্তানা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় ২০১৬ সালের মার্চে ২৮ জন এবং হাটহাজারীর মাদ্রাসা থেকে জঙ্গি প্রশিক্ষণের সরঞ্জাম উদ্ধারের ঘটনায় এপ্রিলে ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় র‌্যাব। দুই মামলার অভিযোগপত্রেই মঞ্জুর এলাহীর নাম রয়েছে।

আরও পড়ুন:
‘আত্মসমর্পণ করুন, স্বাভাবিক জীবনে ফিরে আসুন’: র‍্যাব ডিজি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

RAB JMB Terrorist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE