সামনে স্বপ্নের যাত্রা! এই প্রথম মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে বাংলাদেশ। তার আগে ৪ অক্টোবর থেকে এক সপ্তাহের ‘বিশ্ব মহাকাশ সপ্তাহ’ সাড়ম্বরে পালিত হচ্ছে বাংলাদেশে। রাষ্ট্রপুঞ্জের চালু করা এই বিশেষ সপ্তাহটিতে বিশ্বের সর্বত্রই স্কুল, কলেজের ছাত্রদের মহাকাশ সম্পর্কে সচেতন করা হয়। নানা অজানা তথ্য তাদের জানানো হয়। আমেরিকার হিউস্টনের ‘ওয়ার্ল্ড স্পেস উইক অ্যাসোসিয়েশন’ এই বিশেষ সপ্তাহটির যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করে। ২০০৩ সাল থেকেই বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এই সপ্তাহটি পালন করে আসছে। এই সপ্তাহটির মূল অনুষ্ঠানটি হয় ঢাকার ৮০ মাইল উত্র-পশ্চিমে সিরাজগঞ্জের এনায়েতপুর গ্রামে। গত বুধবার এনায়েতপুরে বাংলাদেশের ‘মহাকাশ ভবনে’ এই বিশেষ সপ্তাহের মূল অনুষ্ঠানটি হয়েছে। সকালে অনুষ্ঠানটি শুরু হয় স্কুলের ছাত্র ও শিক্ষকদের মিছিল, সমাবেশ দিয়ে। সকলেই মাথায় টুপি, বুকে ব্যাজ পরে হাতে নানা রঙের প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে মিছিল করেন। তার পর ‘মহাকাশ ভবনে’র প্রাঙ্গনে মহাকাশ সম্পর্কিত একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাতে ‘মাই ড্রিম প্ল্যানেট’ (আমার স্বপ্নের গ্রহ) নামে ছবি আঁকার প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় শ’খানেক ছাত্রছাত্রী। তার পর যমুনা নদীতে জল রকেট প্রতিযোগিতায় অংশ নেয় ৩৫ জন ছাত্র। ওই অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মহাকাশ সম্পর্কিত বিতর্ক, বক্তৃতা, ক্যুইজ এবং নৃত্য। তাতে কম করে হাজার দু’য়েক ছাত্রছাত্রী অংশ নেয়। সেই সব অনুষ্ঠানের নানা ছবি ও তথ্য নিয়েই এই গ্যালারি।
তথ্য ও ছবি: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।
আরও পড়ুন- এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপারহাইওয়ের চেয়ারে বাংলাদেশ