Advertisement
২৬ এপ্রিল ২০২৪
International news

বঙ্গবন্ধু সেতুতে অল্পের জন্য বাঁচল ট্রেন

কানপুর দুর্ঘটনার দিনেই বঙ্গবন্ধু সেতুতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচল বাংলাদেশ। রবিবার বেলা ১১টার দিকে সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জের সয়দাবাদে একটি ট্রেন লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনের বাইরে পড়ে যায়। এই দুর্ঘটনায় ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

লাইনচ্যুত ট্রেনটি।

লাইনচ্যুত ট্রেনটি।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৬ ১৫:৪৩
Share: Save:

কানপুর দুর্ঘটনার দিনেই বঙ্গবন্ধু সেতুতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচল বাংলাদেশ। রবিবার বেলা ১১টার দিকে সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জের সয়দাবাদে একটি ট্রেন লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনের বাইরে পড়ে যায়। এই দুর্ঘটনায় ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুরের পার্বতীপুর থেকে ঢাকাগামী পণ্যবাহী ট্রেন আজ রবিবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের সয়দাবাদ এলাকায় পৌঁছলে তার ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ সাঈদ ইকবাল জানান, পার্বতীপুর থেকে মালবাহী ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় ইকোপার্ক এলাকায় পৌঁছনোর পর প্রথমে ইঞ্জিন লাইনচ্যুত হয়। পর্যায়ক্রমে ইঞ্চিনের পিছনে থাকা ছ’টি বগিও লাইনচ্যুত হয়। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের ট্রাফিক অফিসার শওকত জামিল জানান, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। রিলিফ ট্রেন পৌঁছনোর পর বগিগুলো সরিয়ে লাইন সচল করা হবে। তবে দুপুর দেড়টা পর্যন্ত উদ্ধারকার্য শুরু হয়নি। কত ক্ষণে উদ্ধারকাজ শুরু হবে বা রেল যোগাযোগ স্বাভাবিক হবে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

আরও পড়ুন: পটনা-ইনদওর এক্সপ্রেস লাইনচ্যুত, মৃত শতাধিক, আহত বহু

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

derailment Bangabandhu Bridge
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE