বাংলাদেশের অন্যতম বৃহত্তম দি একমি ল্যাবরেটরিজ নামের একটি ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকার ধামরাইয়ে মঙ্গলবার রাতে আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমরলের ৬টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
ধামরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৯টার দিকে ঢুলিভিটা এলাকায় অবস্থিত ‘দি একমি ল্যাবরেটরিজ’ ওষুধ কারখানার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ধামরাই, ডিইপিজেড, সাভার ও ঢাকা থেকে ফায়ার সার্ভিস ইউনিট ছুটে আসে। আগুন এতটাই ভয়াবহ যে দমকল কর্মীরা বিল্ডিংয়ের ভিতর ঢুকতে পারছেন না। তারা বাইরে থেকে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
এ ঘটনার ছয় মাস আগেও একমির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় অগ্নিকাণ্ডে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতির খবর জানিয়েছিল প্রতিষ্ঠানটি।