Advertisement
০৪ মে ২০২৪
International

ওসমানি বিমানবন্দরে সবচেয়ে বড় সোনার বার আটক

বাংলাদেশের সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি বিমানে সওয়া ন’কেজি ওজনের সোনার বার পাওয়া গিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি থেকে আসা বিমানটি ওসমানি বিমানবন্দরে নামার পরে ওই সোনার বার উদ্ধার করা হয়েছে বলে বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৬ ১৬:২৮
Share: Save:

বাংলাদেশের সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি বিমানে সওয়া ন’কেজি ওজনের সোনার বার পাওয়া গিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি থেকে আসা বিমানটি ওসমানি বিমানবন্দরে নামার পরে ওই সোনার বার উদ্ধার করা হয়েছে বলে বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানিয়েছেন। সকালে বিমানটি সিলেট পৌঁছলে তাতে তল্লাশি চালানো হয়। যাত্রীদের বসার দু’টি আসনের নিচে ৮০টি সোনার বার পাওয়া গিয়েছে। কাগজে মোড়ানো বারগুলোর মোট ওজন ন’কেজি ৩০০ গ্রাম। এটাই এ পর্যন্ত সিলেটের ওসমানি বিমানবন্দরে আসা সবচেয়ে বড় সোনার চালান বলে কাস্টমস সুত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন- ১০ হাজার কোটি ডলারে ভোল বদলে যাবে ঢাকার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE