Advertisement
২৫ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে পুলিশকর্তার স্ত্রী খুনে ব্যবহৃত মোটরবাইক উদ্ধার

চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের খুনের সময় ব্যবহৃত খুনিদের মোটরবাইকটি স্থানীয় একটি গ্যারাজ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সম্পর্কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইকবাল বাহার বলেন, ‘বাজেয়াপ্ত হওয়া মোটরসাইকেলের সূত্র ধরে পুলিশ বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যারহস্য উদ্ঘাটনে কাজ চলছে। কিছুটা অগ্রগতিও হয়েছে।’’

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ০৬ জুন ২০১৬ ২০:৪৯
Share: Save:

চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের খুনের সময় ব্যবহৃত খুনিদের মোটরবাইকটি স্থানীয় একটি গ্যারাজ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সম্পর্কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইকবাল বাহার বলেন, ‘বাজেয়াপ্ত হওয়া মোটরসাইকেলের সূত্র ধরে পুলিশ বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যারহস্য উদ্ঘাটনে কাজ চলছে। কিছুটা অগ্রগতিও হয়েছে।’’ গত রবিবার সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী তিন দুর্বৃত্তের হাতে খুন হন মাহমুদা খানম। সোমবার খুব ভোরে চট্টগ্রামের পাচলাইশ থানার অধীন বাদুরতলার বড় গ্যারাজ এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহার হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ কমিশনার বলেন, ‘‘মোটরসাইকেল এবং সিসিটিভি ফুটেজ ধরে তদন্ত এগিয়ে চলছে, সিসিটিভি ফুটেজ থেকে হত্যাকারীদের ছবি বের করা হয়েছে, মোটরসাইকেলের মালিকানার সূত্র ধরে আমরা কিছু পেয়ে যাব, ফুটেজ থেকে পাওয়া ছবি অনুসন্ধান করে দেখছি কারা এরা, এদের পরিচয় উদঘাটনের চেষ্টা করব।’’

আরও পড়ুন:
জঙ্গিত্রাস এসপি-র স্ত্রী খুন চট্টগ্রামে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Babul Akhtar Wife Killed Chittagong
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE