সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে, সব ধর্মের অধিকারকে সুরক্ষিত রাখতে এবং যারা এই সম্প্রীতির পরিবেশ ধ্বংস করতে চাইছে তাদের শাস্তির দাবিতে অবরুদ্ধ হল ঢাকার শাহবাগ মোড়। অবরোধ করল বেশ কয়েকটি ছাত্র সংগঠন। অন্যান্য কিছু সংগঠনও যোগ দেয় এই অবরোধ কর্মসূচিতে।
সম্প্রতি বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ার নাসিরনগরে কিছু অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে বাংলাদেশ জুড়ে। দ্রুত হস্তক্ষেপও করে হাসিনা সরকার। তবে বাংলাদেশের উগ্র মৌলবাদী অংশ তার শক্তি অনেকটা হারালেও, এখনও নিষ্ক্রিয় হয়নি পুরোপুরি। তার বহিঃপ্রকাশও দেখা যাচ্ছে নানা দিকে। এর বিরুদ্ধে এবং ধর্মীয় সম্প্রীতির পক্ষে আওয়াজও তুলেছে বাংলাদেশের নানা মহল।
আরও পড়ুন: আদালতে হাজিরা দিতেই হল খালেদাকে, দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন ২৪ নভেম্বর