বাংলাদেশের জাতীয় সংসদে রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন ২০১৬ পাশ হওয়ায় তিন জন প্রাক্তন রাষ্ট্রপতি এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। এ তিন প্রাক্তন রাষ্ট্রপতি হলেন- খন্দকার মুশতাক আহমেদ, জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদ । নতুন আইন অনুযায়ী মাত্র ছয় মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও প্রাক্তন রাষ্ট্রপতিরা এ সব সুবিধার অধিকারী হবেন। তবে বিলের ৬ অনুচ্ছেদে বর্ণিত, ‘কতিপয় ক্ষেত্রে অবসর ভাতার অধিকারের অপ্রয়োজ্যতা’ শর্ত অনুযায়ী প্রাক্তন রাষ্ট্রপতির দায়িত্বপালনকারী খন্দকার মুশতাক আহমেদ, জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদ এই সুবিধা পারেন না।
মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে সংসদকার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিলটি পাশ করানোর প্রস্তাব রাখেন। পরে বিলটি ধ্বনিভোটে পাশ হয়। এছাড়া বিলের ওপর আনীত সংশোধনী ও জনমত যাচাইয়ের প্রস্তাবগুলোও ধ্বনিভোটে নাকচ হয়ে যায়।
অবশ্য, জাতীয় পার্টির সাংসদরা রাষ্ট্রপতির দায়িত্বপালনকারী হুসেইন মুহম্মদ এরশাদকে অবসর সুবিধা দেওয়ার জন্য বিলটি জনমত যাচাইয়ে পাঠানোর প্রস্তাব করেন। তাঁরা দাবি করেন, যে হেতু তিনি পরে জনগণের নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন, সে হেতু তিনি এ সবের দাবিদার। গণভোট হলে এরশাদ এক্ষেত্রে ৮০ ভাগ ভোট পাবেন বলেও দাবি করা হয়।