E-Paper

‘ভাল থাকার উপায়’ নিয়ে বিশেষ স্বাস্থ্য শিবির —আনন্দবাজার পত্রিকার উদ্যোগে ও ‘মনিপাল হসপিট্যালস্‌’-এর সহযোগিতায় অনুষ্ঠিত হল ‘ওয়েল নেস্ট’

‘ওয়েল নেস্ট’ ছিল শুধুই এক স্বাস্থ্য শিবির নয়, বরং একটি সামগ্রিক সচেতনতা অভিযান, যা জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৬:২১
‘ওয়েল নেস্ট’ স্বাস্থ্য শিবিরের একটি মুহূর্ত।

‘ওয়েল নেস্ট’ স্বাস্থ্য শিবিরের একটি মুহূর্ত। নিজস্ব চিত্র।

‘স্বাস্থ্যই সম্পদ’— এই বিষয়কে মুখ্য করেই আনন্দবাজার পত্রিকার এক ব্যতিক্রমী উদ্যোগে আয়োজিত হল বিশেষ স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘ওয়েল নেস্ট’।

মুকুন্দপুরের ‘মনিপাল হসপিট্যালস্‌’-এর সহযোগিতায় দক্ষিণ কলকাতার ‘উতালিকা’ আবাসন চত্বরে সম্প্রতি অনুষ্ঠিত হয় এই সারা দিনব্যাপী এই স্বাস্থ্য-সচেতনতা কর্মসূচি।

সুস্থ থাকাটাও একটা সুন্দর অভ্যেস। তাই সকালের শুরুতেই প্রাণবন্ত হয়ে ওঠে আবাসনের পরিবেশ—চলতে থাকে জ়ুম্বা ও যোগা সেশন, যার নেতৃত্বে ছিলেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা। একদিকে শরীরচর্চা, অন্যদিকে মন ও মেজাজ ভাল রাখার নানা উপায় নিয়ে আলোচনা করেন ‘মনিপাল হসপিট্যালস্‌’-এর বিশিষ্ট চিকিৎসকরা।

 ‘মনিপাল হসপিট্যালস্‌’-এর অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক সৌভিক পাল

‘মনিপাল হসপিট্যালস্‌’-এর অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক সৌভিক পাল

তাঁদের উপস্থিতিতে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা ও বিশেষ কনসালটেশনের ব্যবস্থাও ছিল আবাসনের বাসিন্দাদের জন্য। স্বাস্থ্য সচেতনতামূলক এই ছোট ছোট সেশনে শরীর ও মনের যত্ন নেওয়ার নানা উপায় নিয়ে আলোচনা করেন। ডায়াবেটিস, ব্লাড প্রেসার, হার্ট চেক-আপ, ইসিজি, হাইট-ওয়েট-বিএমআই নির্ণয় থেকে শুরু করে নানা পরীক্ষার সুযোগ ছিল সেখানে।

সব বয়সের মানুষের কথা মাথায় রেখেই সাজানো হয়েছিল আয়োজন। ছোটদের জন্য ছিল ‘বসে আঁকো’ প্রতিযোগিতা, যেখানে শিশুরা নিজেদের কল্পনা ও সৃজনশীলতা ফুটিয়ে তোলে কাগজে রঙ-তুলির ছোঁয়ায়। এই প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা তাদের কল্পনার জগত তুলে ধরে ছবির ক্যানভাসে।

‘ওয়েল নেস্ট’ ছিল শুধুই এক স্বাস্থ্য শিবির নয়, বরং একটি সামগ্রিক সচেতনতা অভিযান, যা জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে। শরীর, মন ও পরিবার—এই তিনটির সুস্থ সমন্বয়ই যে প্রকৃত ‘ভাল থাকার উপায়’, তা-ই বার বার মনে করিয়ে দিয়েছে এই আয়োজন।

 ‘মনিপাল হসপিট্যালস্‌’-এর পেডিয়াট্রিক পালমোনোলজি বিভাগের কনসালট্যান্ট চিকিৎসক সায়ন্তন ভৌমিক

‘মনিপাল হসপিট্যালস্‌’-এর পেডিয়াট্রিক পালমোনোলজি বিভাগের কনসালট্যান্ট চিকিৎসক সায়ন্তন ভৌমিক

‘মনিপাল হসপিট্যালস্‌’-এর এই মানবিক ও সামাজিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতে আরও আবাসন ও সম্প্রদায়ের মধ্যে এই ধরনের উদ্যোগ সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘মনিপাল হসপিট্যালস্‌’-এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

Well nest Manipal Hospitals Utalika Luxury Mukundapur Health Zumba Benefits Anandabazar Patrika

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy