শহরের ধুলো, ধোয়াঁ ও ব্যস্ততা ছাড়িয়ে মন বার বার ফিরে যেতে চায় প্রকৃতির কোলে। কখনও বা একটু শান্তির খোঁজে মন ছুটে যেতে চায় কোনও তীর্থস্থান। সমুদ্রের গর্জন হোক কিংবা পাহাড়ের স্নিগ্ধতা অথবা গহীন অরণ্যের মুগ্ধতা, প্রকৃতির হাতছানি এড়িয়ে যাওয়া কি এতই সোজা? চেনা হোক কিংবা অচেনা, ভ্রমণের নেশা বিশেষ করে বাঙালিদের নিয়ে যায় বিভিন্ন স্থানে। তাই জানা-অজানা বিভিন্ন গন্তব্যে ‘হারিয়ে যাওয়ার সেরা ঠিকানা’ নিয়ে ফের হাজির আনন্দবাজার পত্রিকা ‘ট্যুরিস্ট স্পট’।
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক, ‘আইআরসিটিসি’, ‘ন্যাশনাল জুট বোর্ডে’র সহায়তায় এবং আনন্দবাজার পত্রিকার উদ্যোগে শুরু হল ‘ট্যুরিস্ট স্পট ২০২৫’। এ ছাড়াও সহযোগী পার্টনার হিসেবে রয়েছে বিহার, ঝাড়খণ্ড, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মেঘালয় এবং তেলঙ্গানার রাজ্য পর্যটন পর্ষদ। এই পর্যটন মেলায় একসঙ্গে বিভিন্ন ‘ট্যুরিজ়ম বোর্ড’ এবং ভিন্ন পর্যটন সংস্থার সমাগম।
আজ, অর্থাৎ ২৭ জুন থেকে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল এই পর্যটন মেলা, চলবে ২৯ জুন পর্যন্ত। উৎসাহীরা দুপুর ১২টা থেকে রাত ৮টার মধ্যে এই মেলায় ঘুরে আসতে পারেন। পূর্ব ভারতের এই বৃহত্তম পর্যটন মেলা ‘ট্যুরিস্ট স্পট’-এ একইসঙ্গে এক জায়গায় রয়েছে বিভিন্ন রাজ্যের বিখ্যাত পর্যটন বোর্ড, ট্যুর এবং ট্রাভেল অপারেটর্স ও বিভিন্ন হোটেলের কর্মকর্তারা।
পুজোয় কোথায় যাবেন তার পরিকল্পনা শুরু করতে পারেন এই ‘ট্যুরিস্ট স্পট’ থেকেই। ভ্রমণ স্থান নির্বাচন হোক কিংবা বাজেটের মধ্যে সঠিক হোটেল, এই পর্যটন মেলা একটি ‘ওয়ান-স্টপ ডেস্টিনেশন’।
বিভিন্ন ট্যুরিজ়ম বোর্ড এবং ভিন্ন পর্যটন সংস্থার সমাগম এই মেলাকে করে তুলেছে আরও আকর্ষণীয়, যেখান থেকে আপনি আপনার পছন্দমতো পর্যটন সংস্থাকে বেছে নিতে পারবেন। শুধু তাই নয়, বিভিন্ন পর্যটন সংস্থার স্টলে রয়েছে দারুণ ট্রাভেল প্যাকেজ। তাই আপনার পছন্দের হোটেল এবং গন্তব্যস্থলের উপর পেয়ে যাবেন বিশেষ ছাড়। তবে এই অফার শুধুমাত্র মেলা চলাকালীনই সীমিত।
আজ থেকে রবিবার অবধি চলবে এই পর্যটন মেলা। তাই আর দেরি করবেন না। নিজের পছন্দের গন্তব্যের সন্ধান পেতে চলে আসুন আনন্দবাজার পত্রিকা ‘ট্যুরিস্ট স্পট’-এ।
এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকা আয়োজিত ‘ট্যুরিস্ট স্পট’-এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।