পড়াশুনা, আড্ডা, মনোরম দৃশ্য সঙ্গে জমিয়ে খাওয়া-দাওয়া। সমস্ত কিছু এবার এক ছাদের তলায়। শহরের নিউ জেনারেশনের বিভিন্ন চাহিদার কথা মাথায় সম্প্রতি কলকাতায় লঞ্চ হল অফবিট সিসিউ।
বাঙালি মানেই জ্ঞান-চর্চা আর আড্ডা অন্ত প্রাণ। কিন্তু হালফিলের বদলে যাওয়া শহরের সঙ্গে তাল মিলিয়ে সে সব তো এখন প্রায় উঠে যাওয়ার যোগার। তার উপরে সোশ্যাল ডিসটেন্স। বহুদিন ধরেই শহর কলকাতায় যে কিছু একটার খামতি থেকেই যাচ্ছে তা বুঝতে পেরেছিলেন শহরেরই এক যুবক অন্তপ্রনিউর মেঘদূত রায় চৌধুরী। বিদেশী আদব-কায়দায় বাঙালি ছোঁয়া দিয়ে যদি নতুন কিছু একটা করা যায়। আর সেই ভাবনা তৈরি হয়ে গেল ক্যাফে অফবিট সিসিউ। শুধু পড়াশুনা, আড্ডা কিংবা বার-রেস্তরাঁই নয়, গান-বাজনা থেকে শুরু করে জিম, রেকর্ডিং রুম, থিয়েটার প্র্যাকটিস রুম, হোম-স্টে, ক্র্যাশ কোর্স ইত্যাদি নিয়েই অফবিটের পথচলা। শহরের বুকে নিউ জেনারেশনের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা করলেন মেঘদূত।