Advertisement
২৮ মে ২০২৪
Relationship

নিজের পছন্দের জীবন সঙ্গী বাছতে শ্রীন -এর একমাত্র ভরসা এবিপি ওয়েডিংস

এবছরের পুজোটা একটু আলাদাভাবে, বাড়িতেই সকলের সঙ্গে কাটিয়েছেন শ্রীন

বিজ্ঞাপন প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২০ ০৮:১২
Share: Save:

জীবনে মনের মত মানুষ খুঁজে পেতে কে না চায়। সময় যত এগোয়, জীবনের সঙ্গে সঙ্গে আমাদের পছন্দ অপছন্দের তালিকাও ক্রমশ বদলাতে থাকে। আর সেই পছন্দ অপছন্দের তালিকার মধ্যে মনের মানুষটির অবয়বও বর্ণনা করা থাকে। কারণ সারাটা জীবন যে মানুষটার সঙ্গে হাতে হাত রেখে চলতে হবে, তার সঙ্গে মনের মিল থাকাটাও খুব জরুরি। এবছর পুজোর প্ল্যানের সঙ্গে কেমন জীবন সঙ্গী পছন্দ, তা নিয়ে আনন্দবাজার ডট কম -এর পর্দায় মুখ খুললেন শ্রীন।

এবছরের পুজোটা একটু আলাদাভাবে, বাড়িতেই সকলের সঙ্গে কাটিয়েছেন শ্রীন। তার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষ, যার সঙ্গে সবটুকু শেয়ার করা তিনি হলেন তার পিসিমণি। এছাড়াও পরিবারের প্রত্যেকটি মানুষই তার কাছে খুব স্পেশাল। তবে মনের মত জীবন সঙ্গী খুঁজে পাওয়া তো আর এত সহজ নয়। তাই মনের মানুষের খোঁজ চলছে জোর কদমে। একজন ভালো মানুষকেই জীবন সঙ্গী হিসেবে পেতে চান শ্রীন, যে তার খেয়াল রাখবে ও তার সমস্ত মনের কথা সহজেই বুঝতে পারবে। আর সেই কারণে তার একমাত্র ভরসা এবিপি ওয়েডিংস, যেখানে সে ফটো আইডি প্রুফ সহ বেছে নিতে পারবেন তার মনের মানুষকে। আর ফটো আইডি প্রুফ মানেই ভুঁয়ো অ্যাকাউন্ট এর চিন্তা থেকে একেবারে নিশ্চিন্ত। শ্রীন -এর জীবন সঙ্গী বেছে নেওয়ার এই পথে সঙ্গে আছে এবিপি ওয়েডিংস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ABP Weddings Life partner
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE