বর্তমান দুনিয়ায় প্রযুক্তি জগত দ্রুত পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং (ML), এবং ডেটা সায়েন্সের মতো আধুনিক প্রযুক্তির চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তাই, এখন শুধু পুঁথিগত শিক্ষাই যথেষ্ট না, দক্ষতা গড়ে তুলতে হবে বাস্তব জ্ঞান আর হাতে-কলমে অভিজ্ঞতার মাধ্যমেও। এই লক্ষ্যেই ‘এনএসএইচএম নলেজ ক্যাম্পাস’, দুর্গাপুর গড়ে তুলেছে এক অনন্য শিক্ষার পরিবেশ, যেখানে পড়াশোনার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা হয়ে উঠছে ভবিষ্যতের প্রযুক্তি বিশেষজ্ঞ।
‘এনএসএইচএম নলেজ ক্যাম্পাস’, দুর্গাপুর শিক্ষার্থীদের শুধু ডিগ্রি নয়, বাস্তব জীবনের কাজের জন্য প্রস্তুত করে। এখানে রয়েছে আন্তর্জাতিক মানের শিক্ষা, শিল্পজগতের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ।
শিক্ষার্থীরা কেন ‘এনএসএইচএম’-এ ইঞ্জিনিয়ারিং পড়বেন?
- দেশের সেরা কোম্পানি যেমন, ‘আইবিএম’, ‘অ্যামাজন’, ‘ডেলয়েট’-এ ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ।
- সরকার অনুমোদিত ‘ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং’ (NATS)-এর সুবিধা।
- বিদেশে রিসার্চ ও ইন্টার্নশিপের সুযোগ।
- আধুনিক ল্যাব, স্মার্ট ক্লাসরুম ও বিশেষ ইন্ডাস্ট্রি ট্রেনিং।
- ‘এনআইটি কুরুক্ষেত্র’-এর মতো প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যৌথ গবেষণার সুযোগ।
এখানে কী কী কোর্স পড়ানো হয়?
- বি.টেক কম্পিউটার সায়েন্স (সিএসই): প্রোগ্রামিং, সফটওয়্যার তৈরি শেখানো হয়।
- সিএসই (এআই): কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং শেখানো হয়।
- সিএসই (ডেটা সায়েন্স): তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তি শেখার সুযোগ।
- ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন: রোবটিক্স, IoT, ৫জি প্রযুক্তির ওপর বিশেষ পড়াশোনার সুযোগ।
প্লেসমেন্টের দিক থেকে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করে চলেছে ‘এনএসএইচএম নলেজ ক্যাম্পাস’। দৃষ্টিনন্দন প্লেসমেন্ট রেকর্ড এবং কর্পোরেট সংস্থাগুলির সঙ্গে শক্তিশালী যোগসূত্র ‘এনএসএইচএম’-কে শিক্ষার্থীদের জন্য একটি পছন্দের গন্তব্য করে তুলেছে।
‘এনএসএইচএম’-এর উল্লেখযোগ্য প্লেসমেন্ট পরিসংখ্যান:
- গড় প্যাকেজ ৬.৫ লক্ষের বেশি।
- সর্বোচ্চ প্যাকেজ ৬০ লক্ষ পর্যন্ত।
- ‘এনএসএইচএম’-এর এক প্রাক্তনী এখন ‘ডাসল্ট সিস্টেমস্’-এ বছরে ১ কোটি টাকা বেতন পাচ্ছেন।
- ক্যাম্পাস প্লেসমেন্টে ‘আইবিএম’, ‘অ্যাকসেঞ্চার’, ‘টিসিএস’, ‘ক্যাপজেমিনি’-র মতো কোম্পানি নিয়মিত যোগ্য শিক্ষার্থীদের নিয়োগ করে।
তাই আজই আপনার স্বপ্নের কেরিয়ার শুরু হোক ‘এনএসএইচএম নলেজ ক্যাম্পাস’, দুর্গাপুর থেকে!
এই প্রতিবেদনটি ‘এনএসএইচএম নলেজ ক্যাম্পাস’-এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।