‘এডুকেশন সিম্পোজ়িয়াম’
পড়ুয়াদের সার্বিক বিকাশে আনন্দবাজার পত্রিকার উদ্যোগে আবারও আয়োজিত হতে চলেছে ‘এডুকেশন সিম্পোজ়িয়াম’। বিগত বছরগুলিতে দারুণ সাফল্যের পরে ‘এডুকেশন সিম্পোজ়িয়াম’ ফিরে আসছে তার তৃতীয় সংস্করণ নিয়ে। শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করে তোলা এবং তাদের ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে আজ, ১৩ অগস্ট কলকাতার এক নামী পাঁচতারা হোটেল ‘আইটিসি রয়্যাল বেঙ্গল’-এ অনুষ্ঠিত হতে চলেছে এই শিক্ষা সম্মেলন। প্রতি বছরের মতো এ বারেও অনুষ্ঠানে যোগ দেবেন বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট প্রতিনিধিরা।
তবে এ বছর একটু অন্য ভাবে সাজছে ‘এডুকেশন সিম্পোজ়িয়াম’। এ বারে সম্মেলনটি দু’টি আলাদা সেশনে ভাগ করা হবে। প্রথম পর্ব থাকবে শিক্ষার্থীদের জন্য এবং দ্বিতীয় পর্বটি শিক্ষাবিদদের জন্য।
শিক্ষার্থীদের জন্য আয়োজিত সেশনে মূলত ছাত্রছাত্রীদের নিজস্ব পছন্দ অনুযায়ী কেরিয়ার বাছাই এবং এই পাল্টে যাওয়া দুনিয়ায় প্রচলিত এবং অপ্রচলিত কেরিয়ারের পথগুলির হদিশ সম্পর্কিত আলোচনা হবে। এই পর্বে বক্তব্য রাখবেন মির্ভানা এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর মীর আফসার আলি, অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস এবং রাইস অ্যাডামাস গ্রুপ-এর চিফ এগজিকিউটিভ অফিসার ও প্রেসিডেন্ট সুরজিৎ বিশ্বাস এবং হিন্দুস্থান ইউনিলিভার ফাউন্ডেশনের সিইও শ্রমণ ঝা। এই সেশনে সঞ্চালকের ভূমিকায় থাকছেন ৯১.৯ ফ্রেন্ডস্ এফএমের হেড জিমি ট্যাংরি।
পরবর্তী অংশে ক্রমবর্ধমান প্রযুক্তিগত পরিসরের বিকাশে মেন্টরদের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হবে। প্রযুক্তির পরিবর্তনশীল ধারার সঙ্গে ‘এআই’ অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে এবং বিভিন্ন ক্ষেত্রে উন্নতি ঘটাচ্ছে। বিশেষত শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করছে এই প্রযুক্তি। তবে মানবিক হস্তক্ষেপের গুরুত্ব এখনও অপরিহার্য। তাই, এআই-এর যুগে মানবিক মেন্টরশিপের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা হবে। এই সেশনে সঞ্চালকের দায়িত্বে থাকবেন এবিপি প্রাইভেট লিমিটেডের চিফ টেকনোলজি অফিসার শুভময় চক্রবর্তী। এই পর্বে বক্তাদের মধ্যে রয়েছেন এসভিএফ এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের প্রযুক্তি বিভাগের ভাইস প্রেসিডেন্ট অলোক মজুমদার, দেবতীর্থ বন্দোপাধ্যায় - ডিরেক্টর অফ অ্যাডভাইসারি সার্ভিসেস অ্যান্ড এডুকেশন প্র্যাকটিস, প্রাইসওয়াটারহাউস কুপার্স প্রাইভেট লিমিটেড এবং ডঃ বি.সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক সঞ্জয় এস পওয়ার।
শিক্ষাবিদ ও শিক্ষা সংগঠনগুলির সেশনে আলোচ্য বিষয় ছিল কী ভাবে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলি এবং সরকার এক অনুকূল শিক্ষা ব্যবস্থা তৈরি করছে, যা কোর্স, কারিকুলাম, পরিকাঠামো, চাকরির সুযোগ ইত্যাদির মাধ্যমে উন্নত মানের শিক্ষার পরিবেশ প্রদানে সহায়ক। এই পর্বে সঞ্চালকের ভূমিকায় থাকছেন মেডিকার প্রধান কার্ডিয়াক সার্জন ও পাবলিক স্পিকার, লেখক চিকিৎসক কুণাল সরকার। এই পর্বে বিশিষ্ট বক্তাদের মধ্যে থাকছেন ‘অ্যাডামাস ইউনিভার্সিটি’র আচার্য ও ‘রাইস গ্রুপ’-এর চেয়ারম্যান অধ্যাপক ডঃ সমিত রায়, ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’ ও ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, ত্রিপুরা’ এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ-এর সহ-প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী, ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট’ এবং ‘ইন্ডিস্মার্ট গ্রুপ ওয়ার্ল্ডওয়াইড’-এর প্রতিষ্ঠাতা এবং মেন্টর ডঃ সুবর্ণ বোস, জিআইএস গ্রুপের ডেপুটি ডিরেক্টর বিদ্যুৎ মজুমদার, বি.সি. রায় সোসাইটির প্রধান পরামর্শদাতা এবং ম্যাকাউট -এর প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডঃ সৈকত মৈত্র, ‘আইইএম’ -এর ডিরেক্টর এবং ‘ইউইএম’-এর প্রো-ভিসি অধ্যাপক ডঃ সত্যজিৎ চক্রবর্তী এবং ‘কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট’-এর ফাউন্ডিং সেক্রেটারি উমা ভট্টাচার্য।
এঁরা ছাড়াও উপস্থিত থাকবেন বহু বিশিষ্ট শিল্প বিশেষজ্ঞ। শিক্ষার্থীদের থেকে ক্রমবর্ধমান এবং পরিবর্তিত প্রত্যাশা, কঠিন চ্যালেঞ্জ এবং কেরিয়ার গঠনের সঠিক পথ নিয়ে আলোচনা করবেন তাঁরা। বিশেষজ্ঞদের তালিকায় রয়েছেন 'আর্নেস্ট ও ইয়ং ইন্ডিয়া'র সাইবার সুরক্ষা ও টেকনোলজির কনসাল্টিং ডিরেক্টর রূপক গঙ্গোপাধ্যায়, ‘পিডব্লিউসি ইন্ডিয়া’র পার্টনার রাজর্ষি সেনগুপ্ত, টিসিএস রিসার্চ-এর বিশিষ্ট প্রধান বিজ্ঞানী এবং 'এমবেডেড ডিভাইসেস অ্যান্ড ইন্টেলিজেন্ট সিস্টেমস -এর রিসার্চ এরিয়া হেড, অর্পণ পাল, মেন্টর অ্যান্ড কোচ রত্না সিনহা (ফেলো এক্সএলআরআই)। সেশনে সঞ্চালকের ভূমিকায় থাকছেন ডঃ অভিষেক কুমার অধ্যক্ষ, অধ্যাপক এবং লেখক, আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খ্যাতনামা অভিনেতা আশীষ বিদ্যার্থী। কী ভাবে ভারতের সুস্থ ভবিষ্যৎ গঠনে শিক্ষার্থীরা পরিবর্তনশীল ও শক্তিশালী হাতিয়ার হিসেবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে, তা নিয়ে আলোচনা করবেন তিনি। এই পর্বে সঞ্চালকের দায়িত্বে থাকবেন নীলাঞ্জনা। সব মিলিয়ে এ বছরের ‘এডুকেশন সিম্পোজ়িয়াম’ পড়ুয়াদের ও বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছে যথেষ্ট মনোজ্ঞ ও গুরুত্বপূর্ণ হতে চলেছে।
এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকা আয়োজিত ‘এডুকেশন সিম্পোজ়িয়াম’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy