Advertisement
E-Paper

পড়াশোনা হয়ে উঠবে আরও মজাদার হরলিক্সের 'ভয় পাব না গান'-এর সঙ্গে

অনেক পড়ুয়ার কাছেই স্কুল যাওয়াটা মজার। কিন্তু পড়াশুনাটা নৈবঃ নৈবঃ চ। তার উপরে, কিছু কিছু সাবজেক্টে তাদের এতটাই ভয় যে পড়াশুনার আসল আনন্দটাই মাটি হয়ে যায়।

বিজ্ঞাপন প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮ ১৩:৫১

অনেক পড়ুয়ার কাছেই স্কুল যাওয়াটা মজার। কিন্তু পড়াশুনাটা নৈবঃ নৈবঃ চ। তার উপরে, কিছু কিছু সাবজেক্টে তাদের এতটাই ভয় যে পড়াশুনার আসল আনন্দটাই মাটি হয়ে যায়।

আচ্ছা, কেমন হতো যদি এমন কোনও উপায় থাকত, যাতে পড়াশুনাটা হয়ে উঠত আরও মজাদার? উপায় আছে বৈকি! পড়াশুনার প্রতি সমস্ত ভয়কে দূর করে, সেই পড়াশুনাকেই আরও মজাদার বানানোর জন্য এবার হরলিক্স নিয়ে এল তাদের নতুন - 'ভয় পাব না গান'। ভিডিওতে রূপম ইসলাম একজন শিক্ষকের ভূমিকায়, যে কিনা কেমিস্ট্রির মতো জটিল সাবজেক্টকেও হেলায় করে তুলেছেন ভীষণ সহজ। মাত্র কয়েকটা চমৎকার উদাহারণ দিয়ে তৈরি এক গানের মাধ্যমে।

ভিডিও-র শুরুতেই রূপম বলছেন, 'এক্সাম টাইমে যত টাফ টপিক, ভয় তত এপিক।' অর্থাৎ কিছু সাবজেক্ট এতটাই জটিল যে, ছাত্র-ছাত্রীরা সেই সাবজেক্টগুলি থেকে একটু দূরেই থাকতে চায়। তাই রূপম তাঁর ছাত্র-ছাত্রীদের আশ্বাস দিয়ে বলছেন, 'কেমিস্ট্রি একটি বড় রহস্য? আমাকে এটিকে সহজ করে তুলতে দাও'। কারণ আমাদের চারপাশেই তো রয়েছে কেমিস্ট্রি।

সত্যিই তো! এত রাসায়নিক সমন্বয়, এত সূত্র, যে অনেক পড়ুয়াই এই বিষয়টিকে ভাল ভাবে শেখার বিষয়ে আগ্রহী হয় না। কিন্তু সেই তারাই যখন জানতে পারে যে, তাদের প্রিয় চাইনিজ খাবারের-এর মূল উপকরণটাই একটি রাসায়নিক যৌগ, তখন তাদের সেই বিষয়টিকে আর বিরক্তিকর বলে মনে হয় না। বরং তারা জানতে চায় কী আছে এতে। হরলিক্সের মতে, পড়ার বইয়ের বদলে বাস্তব জীবন থেকে কোনও কিছু শিখলে তা অনেক বেশি প্রভাব ফেলে। যাতে পড়াশুনাটা আরও অনেক বেশি কার্যকর হয়।

আর পড়াশুনার এই পদ্ধতিটি যথেষ্ঠ গুরুত্বপূর্ণও। কারণ, আমরা জানি যে, কোনও কিছু সঠিকভাবে শেখাটা, মনে রাখার থেকে অনেক বেশি জরুরি। অথচ এই শেখার বিষয়টির সামগ্রিক মূল্যায়ন হয় পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার আগে শিক্ষার্থীরা ভীষণভাবে চাপে পড়ে যায়, যখন তাদের হাতে মাত্র কয়েক ঘণ্টা থাকে সমস্ত কিছু লিখে আসার জন্যে।

যদিও এই বিষয়টি নিয়ে অনেক আলোচনাও করেছেন শিক্ষাবিদরা। অনেকেই মনে করে যে মুখস্তবিদ্যা বা মনে রাখাটাই কিন্তু শেখার মূল উপায় নয়। বরং এতে পরবর্তীকালে সমস্যার সমাধান, নিগুঢ় ভাবনা-চিন্তার ক্ষেত্রে বিশেষ সাহায্য হয় না।

প্রতিদিন বদলে যাওয়া এই পৃথিবীতে, তথ্যের দ্বার এখন উন্মুক্ত। তথ্য পাওয়াটা এখন আরও সহজ। এখন একটি মাত্র ক্লিকেই এখন জানা যায় পলাশির যুদ্ধের সেনাপতি কে ছিলেন কিংবা অধাতুর বৈশিষ্ট্যগুলি কি! সর্বোপরি কোনও শিক্ষার্থীর সাফল্য নির্ভর করে, কীভাবে তারা এই তথ্যগুলি বুঝতে পারছে এবং বাস্তবে সেগুলি প্রয়োগ করছে। যখন আমাদের শিক্ষাব্যবস্থা সেই একই কারণের জন্যই তৈরি, আমাদেরও উচিৎ বাচ্চারা যাতে তাদের শিক্ষার সর্বাধিক অংশটি গ্রহণ করতে পারে। যাতে তারা ভবিষ্যতে সফল হতে পারে।

যদি উদ্ভাবনী কিছু বিষয়কে বা সমাধানকে কাজে লাগিয়ে পড়াশুনা করানো হয় বাচ্চাদের, তবে শেখার বিষয়টিও একই সঙ্গে আকর্ষক হবে। সেই শিক্ষায় সমৃদ্ধ হবে শিক্ষার্থীরাই। হরলিক্স-এর 'ভয় পাব না গান' এমনই একটি উদ্যোগ এবং আমরা আশা করি, এটি ভবিষ্যতে ভারতের মতে দেশে নিয়মিত শেখার প্রক্রিয়ার একটি অংশ হয়ে উঠবে।

এবার আপনিও আপনার বাচ্চার পড়াশুনা করার সময়ে এই জিনিসগুলির উপরেই জোর দিন। যাতে ভবিষ্যতে আপনার বাচ্চা সাফল্যের সিঁড়ির আরও একধাপ এগিয়ে যেতে পারে সহজেই।

CHIN/CHHORK/0193/18

ডিসক্লেইমার

উপরের সমস্ত মতামত লেখকের নিজস্ব।

Advertisement Children Energy Drink Horlicks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy