E-Paper

বাড়তি উপার্জনের লোভে পড়ার কারণেই বাড়ছে স্ক্যাম! স্টক মার্কেটে বিনিয়োগের আগে অবশ্যই সতর্ক থাকুন

এক দিকে বিনিয়োগকারীরা যেমন মার্কেটে প্রবেশ করছে, ঠিক তেমনই তার সঙ্গে প্রতারকদেরও অবাধ প্রবেশ ঘটছে। তারা বিশেষত নতুন বিনিয়োগকারীদের অবাস্তব রিটার্ন পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা করছে।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৫
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যায় বেশিরভাগ পরিবারগুলির মধ্যে সিকিউরিটির বাজারে অংশগ্রহণের হার ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এর প্রমাণ মেলে ডিম্যাট এবং মিউচুয়াল ফান্ড পোর্টফোলিয়োর দ্রুত বিস্তারে। বর্তমানে ডিম্যাট অ্যাকাউন্ট ২০ কোটির সীমা ছাড়িয়েছে এবং মিউচুয়াল ফান্ড পোর্টফোলিয়োর সংখ্যা পৌঁছে গিয়েছে প্রায় ২৫ কোটির কাছাকাছি।

এক দিকে বিনিয়োগকারীরা যেমন মার্কেটে প্রবেশ করছে, ঠিক তেমনই তার সঙ্গে প্রতারকদেরও অবাধ প্রবেশ ঘটছে। তারা বিশেষত নতুন বিনিয়োগকারীদের অবাস্তব রিটার্ন পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা করছে। দুঃখের বিষয় কিছু বিনিয়োগকারীরা এই ফাঁদে পা দিচ্ছেনও।

জেনে রাখুন প্রতারিত হওয়া থেকে এড়াতে কী কী পদক্ষেপ নিতে পারেন:

অবিশ্বাস্য প্রতিশ্রুতির ফাঁদে নয়

যদি কেউ কিছু দিনের মধ্যেই আপনার অর্থ দ্বিগুণ করে দেবার প্রতিশ্রুতি দেয় অথবা কোনও ঝুঁকি ছাড়াই বড় লাভের প্রতিশ্রুতি দেয়, তা হলে দেরি না করে ওই জায়গা থেকে প্রস্থান করুন। সব থেকে ভাল বিনিয়োগ করতে গেলে সময় এবং ধৈর্য্যের প্রয়োজন। কেউ যদি যে কোনও একটি সংখ্যা রিটার্নের নিশ্চয়তা দেয়, তা হলেই বুঝবেন তা স্ক্যাম। সেবি অনুমোদিত কোনও মধ্যস্থতাকারী কখনও রিটার্নের প্রতিশ্রুতি দেয় না।

চাপে রাখার কৌশলে নৈব নৈব চঃ

প্রতারকরা প্রায়শই বলেন “এই সুযোগ জীবনে একবারই আসবে” অথবা “যদি আপনি সুযোগটি না নেন তা হলে আফসোস করবেন”। প্রতারকদের এই চাপের ফাঁদে পা দেবেন না। ভাল বিনিয়োগ সময়ের সঙ্গে সঙ্গে ফল দেয়।

অনিবন্ধিত প্রতিষ্ঠানে বিশ্বাস নয়

শুধুমাত্র সেবি-নিবন্ধিত ব্রোকার, উপদেষ্টা এবং প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ করুন। ‘সেবি’ এবং ‘বিএসই’-র ওয়েবসাইটে গিয়ে তাদের শংসাপত্র পরীক্ষা করে নিন।

ভাল ভাবে জেনে নিন

বিনিয়োগের আগে, বিভিন্ন বিকল্পগুলি সম্পর্কে জেনে নিন। বিনিয়োগের সুযোগ-সুবিধা সম্পর্কে ভাল ভাবে রিসার্চ করে নিন এবং তথ্য বিশ্লেষণ করুন। নিজের ঝুঁকি গ্রহণের ক্ষমতা বিবেচনা করুন এবং কেবল সেই আর্থিক উপকরণেই বিনিয়োগ করুন, যা আপনার ঝুঁকির প্রোফাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

হঠাৎ পাওয়া স্টক টিপ্‌স উপেক্ষা করুন

হোয়াট্‌সঅ্যাপ, টেলিগ্রাম অথবা সোশ্যাল মিডিয়া গ্রুপে বিভিন্ন তথ্য আসতে থাকে, যা আপনাকে উপদেশ দেয় যে কোন স্টক কিনবেন। সেগুলি উপেক্ষা করাই ভাল। এই তথ্যগুলির বেশিরভাগই প্রতারণামূলক হয়।

বিশ্বস্ত উপদেষ্টার পরামর্শ নিন

যদি আপনি নতুন উদ্যোক্তা হন, তা হলে একজন সার্টিফাইড আর্থিক পরিকল্পনাকারীর সঙ্গে কথা বলুন। সেবি-রেজিস্টার্ড উপদেষ্টার থেকে সাহায্য চাইতে পারেন। আপনি ‘সেবি’ এবং ‘বিএসই’ ওয়েবসাইটে গিয়ে উপদেষ্টার তালিকা দেখতে পারেন।

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করুন

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। শুধুমাত্র নিজের মোবাইল নেটওয়ার্ক বা বিশ্বস্ত ওয়াই-ফাই ব্যবহার করে বিনিয়োগ করুন। ডিম্যাট অ্যাকাউন্টে অননুমোদিত লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন।

শীঘ্রই সকল সেবি নিবন্ধিত মধ্যস্থতাকারীদের একটি ইউপিআই হ্যান্ডেল দেওয়া হবে, যেখানে থাকবে বিশেষ @ভ্যালিড চিহ্ন। অর্থ প্রদানকালে এই চিহ্ন আপনাকে ভুয়ো আইডি চেনাতে সাহায্য করবে এবং আপনার অর্থ সুরক্ষিত রাখবে।

সর্বোপরি সতর্ক থাকুন

শেয়ার বাজার সম্পদ বৃদ্ধির জন্য একটি দুর্দান্ত উপায় হতে পারে। তবে অবশ্যই ধৈর্য্য রেখে বিনিয়োগ করতে হবে। মনে রাখবেন:

• সাফল্যের কোনও শর্টকাট নেই

• বড় প্রতিশ্রুতি বা চাপের কৌশলের ফাঁদে পড়বেন না

• বিনিয়োগের আগে নিজে সব জেনে বিচার-বিবেচনা করুন

• সতর্ক থাকুন, প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং স্মার্ট ও নিরাপদ উপায়ে সম্পদ বৃদ্ধি করুন।

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন এবং ‘বিএসই’-এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত। এই প্রতিবেদনটি মূলত স্টক মার্কেটে বিনিয়োগকারীদের প্রতারণা এবং জালিয়াতির বিরুদ্ধে সচেতন করতে ‘সেবি’র যে বৃহত্তর ক্যাম্পেইন চলছে, তারই একটি অংশ। ফলো করুন #SEBIvsSCAM

Stock Market

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy