E-Paper

অটো বা টোটো রিকশা কিনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন? সহজ পথের হদিস দিচ্ছে এই ব্যাঙ্ক

বেকারত্বের সমস্যায় এখন জর্জরিত রাজ্যের যুবসমাজ। তাঁদের স্বনির্ভর করে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে ‘সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক’।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১১:৫৩
‘সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক’ যুবসমাজকে স্বনির্ভর করে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে

‘সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক’ যুবসমাজকে স্বনির্ভর করে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে

বেকারত্বের সমস্যায় এখন জর্জরিত রাজ্যের যুবসমাজ। তাঁদের স্বনির্ভর করে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে ‘সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক’। সম্প্রতি এই ব্যাঙ্কটি একটি বিশেষ উদ্যোগ নিয়েছে, যার মূল লক্ষ্য হল বাংলার বেকার বা কর্মহীন যুবকদের সহজ শর্তে অটো বা টোটো রিকশা কেনার জন্য যানবাহন ঋণ প্রদান করা, যাতে তাঁরা নিজস্ব উদ্যোগে অর্জন করতে পারেন।

এমনকি যাঁরা নতুন গাড়ি কেনার স্বপ্ন দেখছেন তাঁদের স্বপ্নও সত্যি করবে ‘সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক’। এই যানবাহন ঋণের মাধ্যমে নতুন গাড়ি, বাইক বা বাণিজ্যিক যান কেনার সুবিধা পাওয়া যাবে। ঋণগ্রহীতা নির্দিষ্ট মেয়াদে মাসিক কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধ করতে পারবেন। ঋণের নিরাপত্তা স্বরূপ কেনা গাড়িটিকেই জামানত হিসাবে ধরা হবে। ঋণগ্রহীতা কোনওভাবে ঋণ পরিশোধে ব্যর্থ হলে ব্যাঙ্ক সেই গাড়িটি পুনরুদ্ধার করবে।

‘সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক’ দ্বারা প্রদত্ত এই যানবাহন ঋণের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী?

ঋণের পরিমাণ: সর্বাধিক ৩০ লক্ষ টাকা পর্যন্ত

পরিশোধের মেয়াদ: সর্বাধিক ৮৪ মাস (৭ বছর)

সার্ভিস চার্জ: প্রযোজ্য নিয়ম অনুযায়ী

কারা এই ঋণের জন্য যোগ্য?

  • ব্যবসায়ী / স্বনিয়োজিত ব্যক্তি / পেশাজীবী

প্রয়োজনীয় নথিপত্র কী কী প্রয়োজন?

  • যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র
  • আবেদনকারী এবং গ্যারান্টারের আয়ের প্রমাণপত্র
  • আবেদনকারী এবং গ্যারান্টারের ঠিকানার প্রমাণপত্র
  • গাড়ির আসল কোটেশন / ইনভয়েস
  • আবেদনকারী এবং গ্যারান্টারের প্যান কার্ড
  • আবেদনকারী এবং গ্যারান্টারের কেওয়াইসি নথি

‘সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক’-এর এই নতুন উদ্যোগ শুধু আর্থিক সহায়তাই প্রদান করে না, বরং দিশা দেখায় এক আত্মনির্ভর ভবিষ্যতের জন্য। টোটো চালিয়ে স্বাবলম্বী হতে চান, এমন যুবকদের জন্য এটি হতে পারে নতুন জীবনের সূচনা।

বিশদে জানতে যোগাযোগ করুন: সৌরভ দাস ৯৪৭৭৬ ৬০৩৫৯

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

Vehicle loan Auto Rickshaw Loan In India

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy