E-Paper

কোটি টাকার প্যাকেজে শীর্ষ সংস্থায় নিয়োগ—শিক্ষাক্ষেত্রে নজিরবিহীন জয়যাত্রা এই প্রতিষ্ঠানের

এই প্রতিষ্ঠানের ‘ইলেকট্রনিকস্ এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং’-এর চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী বিষ্ণু, দেশের এক শীর্ষস্থানীয় ‘রোবটিক্স এবং অটোমেশন’ কোম্পানি থেকে বার্ষিক ২.৫ কোটি টাকার প্যাকেজে চাকরির প্রস্তাব পেয়েছেন।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১১:০৪
‘লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটি’র শিক্ষার্থী এবং শিক্ষকমণ্ডলী।

‘লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটি’র শিক্ষার্থী এবং শিক্ষকমণ্ডলী।

শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করল ‘লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটি’, যা টেক্কা দিতে পারে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কৃতিত্বকেও। সাম্প্রতিক বছরে এই প্রতিষ্ঠান প্লেসমেন্টের ক্ষেত্রে এক নজিরবিহীন উদাহরণ তৈরি করল। এখানকার শিক্ষার্থীরা চাকরিক্ষেত্রে এমন এক আকর্ষণীয় প্রস্তাব পাচ্ছেন, যা টক্কর দিতে পারে নামী শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকেও।

এই প্রতিষ্ঠানের ‘ইলেকট্রনিকস্ এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং’-এর চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী বিষ্ণু, দেশের এক শীর্ষস্থানীয় ‘রোবটিক্স এবং অটোমেশন’ কোম্পানি থেকে বার্ষিক ২.৫ কোটি টাকার প্যাকেজে চাকরির প্রস্তাব পেয়েছেন। এটি চলতি বছরে ভারতে কোনও ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটকে দেওয়া সর্বোচ্চ প্যাকেজগুলির মধ্যে একটি।

শুধু তাই নয়, ‘ইলেকট্রনিকস্ এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং’ বিভাগের চূড়ান্ত বর্ষের আরেকজন শিক্ষার্থী, বেটিরেড্ডি নাগা বামসি রেড্ডি, আন্তর্জাতিক একটি নামী ‘এআই রোবটিক্স’ কোম্পানি থেকে ১.০৩ কোটি টাকার চাকরির প্রস্তাব পেয়েছেন।

‘এলপিইউ’-এর কেরিয়ার সার্ভিসেস বিভাগের এক কর্মকর্তা বলেছেন, “এটা কোনও ব্যতিক্রম নয়। এটি শিল্পক্ষেত্রে স্নাতকদের তৈরি করার ক্ষেত্রে ‘এলপিইউ’র ক্রমবর্ধমান অগ্রগতিরই প্রতিফলন, যারা উচ্চতম স্তরে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে।”

বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মোট ৭,২০৪টি চাকরির অফার দেওয়া হয়েছে, যা ‘এলপিইউ’ স্নাতকদের প্রতি শিল্পক্ষেত্রের দৃঢ় চাহিদার প্রতিফলন। ‘পালো আল্টো নেটওয়ার্কস্’, ‘মাইক্রোসফট’, ‘অ্যামাজ়ন’ এবং ‘সার্ভিসনাও’-এর মতো নামী সংস্থাগুলি শীর্ষ নিয়োগকারীদের তালিকায় ছিল। উল্লেখযোগ্যভাবে, ১,৬০২ জন ছাত্রছাত্রী একাধিক চাকরির অফার পেয়েছেন। বিটেক ইসিই বিভাগের শিক্ষার্থী আদিরেড্ডি বাসু সাতটি চাকরির অফার পেয়ে প্রতিষ্ঠানিক রেকর্ড গড়েছেন।

সাইবার সিকিউরিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড ইঞ্জিনিয়ারিং এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টের মতো অগ্রণী ক্ষেত্রগুলিতে ‘এলপিইউ’র শিক্ষার্থীরা অত্যন্ত চাহিদাসম্পন্ন চাকরি পেয়েছেন। ‘মাইক্রোসফট’ এবং ‘অ্যামাজ়ন’-এর মতো সংস্থাগুলি নজরকাড়া প্রস্তাব দিয়েছে, যেমন মাইক্রোসফট সর্বোচ্চ ৫২.২০ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজ এবং অ্যামাজ়ন ৪৬.৯৪ লক্ষ টাকার প্যাকেজ দিয়েছে।

পিছিয়ে নেই ‘ক্যাপজেমিনি’, ‘মাইন্ডট্রি’, ‘কগনিজেন্ট’, ‘অ্যাকসেঞ্চার’ এবং ‘টিসিএস’-এর মতন বড় সংস্থাগুলিও। ক্যাপজেমিনি নিয়োগ করেছে ৭০০-র অধিক শিক্ষার্থী, ‘মাইন্ডট্রি’ ৪২০টির অধিক, ‘কগনিজেন্ট’ ৪০০-র অধিক এবং ‘অ্যাকসেঞ্চার ও টিসিএস’ প্রত্যেকে ২৫০ জনের অধিক শিক্ষার্থীকে নিয়োগ করেছে। বর্তমানে ‘এলপিইউ’র স্নাতকেরা কাজ করছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন ফরচুন ৫০০ সংস্থাগুলিতে—যাদের অনেকের বার্ষিক বেতন ১ কোটি টাকা ছাড়িয়েছে।

‘এলপিইউ’-এর প্রতিষ্ঠাতা এবং রাজ্যসভার সাংসদ অশোক কুমার মিত্তল বলেছেন, “এলপিইউতে আমরা শিক্ষার্থীদের শুধু চাকরির জন্য প্রস্তুত করি না—আমরা তাদের প্রস্তুত করি নেতৃত্ব দিতে এবং উদ্ভাবন করতে।”

বিশদে জানতে ভিজ়িট করুন: https://bit.ly/42AawmV

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি’র সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

Lovely Professional University Students Career Placement Job JOB Offer

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy