‘স্কুল ফুটবল লিগ’
‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’। ফুটবল নিয়ে বাঙালির উত্তেজনা বরাবরই তুঙ্গে। সে মোহনবাগান থেকে ইস্টবেঙ্গল হোক অথবা ম্যানচেষ্টার ইউনাইটেড থেকে বার্সেলোনা বাঙালিকে প্রতিটি জায়গায় খুঁজে পাওয়া যাবেই। সেই উত্তেজনাকে আরও কিছুটা উস্কে দিয়ে আনন্দবাজার পত্রিকার উদ্যোগে আয়োজিত হতে চলেছে ‘স্কুল ফুটবল লিগ’। ফুটবলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এ বার বাজিমাত করবে ছোটরা।
এই ‘স্কুল ফুটবল লিগ’ আয়োজনের মূল উদ্দেশ্য হল দলগত কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একাকিত্বের অনুভূতি কমানো। কারণ, খেলার মধ্যে দিয়ে মূলত শারীরিক কার্যকলাপ এবং সুস্থতার বিকাশ ঘটে। তাই স্কুল পড়ুয়াদের জন্যে এমন এক অভিনব উদ্যোগ নিয়েছে আনন্দবাজার পত্রিকা। পাশাপাশি আনন্দবাজার পত্রিকার সঙ্গে এই প্রতিযোগিতাকে সুষ্ঠভাবে পরিচালনা করার জন্যে
সামিল হয়েছে ‘ওয়াকারু’, ‘আকাশ ইনস্টিটিউট’, ‘বিস্ক ফার্ম’ এবং ‘রলিক’-এর মতো ব্র্যান্ডগুলি যারা ছাত্রদের স্বাস্থ্যকর জীবনযাপন এবং সক্রিয় ভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকে সমর্থন জানায়।
আনন্দবাজার পত্রিকা আয়োজিত এই ‘স্কুল ফুটবল লিগ’ পশ্চিমবঙ্গের ১৬টি জেলায় অনুষ্ঠিত হবে এবং প্রায় ৪৫ দিন ধরে এটি চলবে। এই আন্তঃস্কুল ফুটবল লিগটির আয়োজন করা হয়েছে ১৩-১৫ বছর বয়সী ছাত্রদের কথা মাথায় এবং এক একটি দলে থাকবে সাত জন করে ছাত্র।
এই প্রতিযোগিতায় মোট ১৬টি জেলায় জেলা স্তরের খেলাগুলি অনুষ্ঠিত হবে – মালদহ, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া (জোন ১), পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া (জোন ২), পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া (জোন ৩), উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং কলকাতায় (জোন ৪)। এই খেলাগুলির পর জেলাস্তর থেকে উঠে আসা নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে কলকাতায় জোনাল রাউন্ড, সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। সমগ্র ‘স্কুল ফুটবল লিগ’ জুড়ে মোট ১৩৫টি খেলা হবে।
আজ অর্থাৎ ৬ই অগস্ট থেকে শুরু হচ্ছে এই ‘স্কুল ফুটবল লিগ’। প্রথম ম্যাচটি উত্তর ২৪ পরগনা জেলায় অনুষ্ঠিত হবে। তাই আপনিও যদি ফুটবলপ্রেমী হয়ে থাকেন, তবে আনন্দবাজার পত্রিকা আয়োজিত ‘স্কুল ফুটবল লিগ’ এর পরবর্তী ম্যাচগুলি দর্শক হিসাবে উপভোগ করতে পারেন।
এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকা আয়োজিত ‘স্কুল ফুটবল লিগ’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy