মালিক পক্ষের মধ্যে ঝামেলার জেরে ঝাঁপ পড়ল দিল্লির ৪৩টি ম্যাকডোনাল্ড রেস্তোরাঁয়। রাজধানীর বুকে এত দিন মোট ৫৫টি ম্যাকডোনাল্ড রেস্তোরাঁ ছিল। তবে বৃহস্পতিবার থেকে তার বেশির ভাগই আর খুলবে না। এই সিদ্ধান্তের ফলে কাজ হারাবেন ১৭ হাজার কর্মচারী।
ম্যাকডোনাল্ডের সঙ্গে যৌথ ভাবে ওই রেস্তোরাঁগুলির মালিকানা ছিল কনট প্লাজা রেস্তোরাঁ লিমিটেড (সিপিআরএল)-এর। ম্যাকডোনাল্ড কর্তৃপক্ষের দাবি, সিপিআরএল-এর কাছে রেস্তোরাঁগুলি চালানোর জন্য স্বাস্থ্য দফতরের বাধ্যতামূলক লাইসেন্স না থাকাতেই তা বন্ধ করা হয়েছে। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, দুই মালিক পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে আইনি লড়াইয়ের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন
জিএসটি নিয়ে ব্যবসায়ী বিরোধিতায় বিপাকে কেন্দ্র
উত্তর ও পূর্ব ভারতে ম্যাকডোনাল্ড সমস্ত রেস্তোরাঁর দেখাশোনা-সহ পরিচালনার ভার ছিল ওই সংস্থার উপর। বুধবার সংস্থার বোর্ড মিটিংয়ে রেস্তোরাঁ এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিপিআরএল-এর প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর বিক্রম বক্সী জানিয়েছেন, “স্থায়ী ভাবে না হলেও আপাতত বন্ধ থাকবে ওই ৪৩টি রেস্তোরাঁ।” ওই বোর্ডের সদস্য হিসাবে রয়েছেন বিক্রম বক্সী ও তাঁর স্ত্রী। ম্যাকডোনান্ডের তরফেও ওই বোর্ডে দু’জন সদস্য রয়েছে।