Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ডানকুনির কারখানায় বরখাস্ত ছয় শ্রমিক

কারখানার সমস্যা সমাধানে মঙ্গলবার শ্রীরামপুরের উপ-শ্রম কমিশনার পার্থপ্রতিম চক্রবর্তীর দফতরে বৈঠক ছিল। কিন্তু মালিকপক্ষ না আসায় তা করা যায়নি।

ডানকুনির গ্যাঞ্জেস ভ্যালি ফুডসের ছ’জন শ্রমিককে বরখাস্ত করলেন কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত।

ডানকুনির গ্যাঞ্জেস ভ্যালি ফুডসের ছ’জন শ্রমিককে বরখাস্ত করলেন কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০৩:০২
Share: Save:

বিস্কুট কারখানা সাময়িক বন্ধ থাকার মধ্যেই ডানকুনির গ্যাঞ্জেস ভ্যালি ফুডসের ছ’জন শ্রমিককে বরখাস্ত করলেন কর্তৃপক্ষ। তাঁদের দাবি, শনিবার স্বীকৃত তিনটি শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে স্বেচ্ছাবসরের চুক্তি হয়। তার পরে ওই ছয় শ্রমিক অন্যদের নিয়ে ভীতির পরিবেশ তৈরি করেন। ক্ষুব্ধ শ্রমিকদের অবশ্য অভিযোগ, অন্যায় ভাবে তাঁদের দায়ী করা হচ্ছে।

কারখানার সমস্যা সমাধানে মঙ্গলবার শ্রীরামপুরের উপ-শ্রম কমিশনার পার্থপ্রতিম চক্রবর্তীর দফতরে বৈঠক ছিল। কিন্তু মালিকপক্ষ না আসায় তা করা যায়নি। একটি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা এসেছিলেন। পার্থপ্রতিমবাবু জানান, বৃহস্পতিবার কলকাতায় শ্রম দফতরে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে।

এ দিকে তিনটি সংগঠনকেই বাতিল করতে হবে বলে শ্রম দফতর ও মহকুমাশাসকের কাছে লিখিত আর্জি জানিয়েছেন শ্রমিকরা। দাবি, তাঁরাই সরাসরি আলোচনায় বসবেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে শ্রম আধিকারিকরা জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dankuni Biscuit Factory Suspension from Work
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE