Advertisement
১১ মে ২০২৪

দুই টেলি সংস্থার জন্য মন্ত্রিগোষ্ঠী 

পুনরুজ্জীবন প্রকল্পের মধ্যে কিছু কর্মী-আধিকারিকের স্বেচ্ছাবসর, দুই সংস্থাকে ৪জি স্পেকট্রাম বণ্টন, তাদের উদ্বৃত্ত সম্পত্তির একাংশ বিক্রি, বন্ড ছেড়ে টাকা তোলার মতো প্রস্তাব রয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন 
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ ০৬:২৪
Share: Save:

অক্টোবরে দুই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এবং এমটিএনএলের জন্য ৬৯,০০০ কোটি টাকার পুনরুজ্জীবন প্রকল্প ঘোষণা করেছিল কেন্দ্র। সেই প্রকল্পের রূপায়ণ যাতে দ্রুত হয়, তা দেখভালের জন্য বিশেষ একটি মন্ত্রিগোষ্ঠী গঠন করল সরকার।

পুনরুজ্জীবন প্রকল্পের মধ্যে কিছু কর্মী-আধিকারিকের স্বেচ্ছাবসর, দুই সংস্থাকে ৪জি স্পেকট্রাম বণ্টন, তাদের উদ্বৃত্ত সম্পত্তির একাংশ বিক্রি, বন্ড ছেড়ে টাকা তোলার মতো প্রস্তাব রয়েছে। সূত্রের খবর, সে সবই দ্রুত ও সুষ্ঠু ভাবে কার্যকরের জন্য ওই মন্ত্রিগোষ্ঠী তৈরি করা হয়েছে। তাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, টেলিকমমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল ও তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রয়েছেন।

তবে ডিসেম্বর শেষ হতে চললেও বিএসএনএলের স্থায়ী কর্মী-আধিকারিকেরা নভেম্বরের বেতন পাননি। অল ইউনিয়ন্স অ্যান্ড অ্যাসোসিয়েশন্স অব বিএসএনএলের রাজ্যের আহ্বায়ক অনিমেষ মিত্র শনিবার বলেন, বেতন দ্রুত মেটানোর চেষ্টা চলছে বলে আশ্বাস দিয়েছেন সিএমডি। অস্থায়ী কর্মীদেরও দীর্ঘদিনের বেতন বাকি। তার মধ্যে

মাস দু’য়েকের বেতন দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BSNL MTNL Group of Ministers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE