ভারতে বৈদ্যুতিক যাত্রিবাহী গাড়ি তৈরির কারখানা গড়ার জন্য আবেদনের নতুন ‘পোর্টাল’ খুলেছে কেন্দ্র। ২১ অক্টোবর পর্যন্ত এতে আবেদন করা যাবে। কেন্দ্রের বৈদ্যুতিক গাড়ি নীতি অনুসারে এ দেশে ওই কারখানা গড়ার জন্য একগুচ্ছ সুবিধা পাবে নির্মাতা সংস্থা। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী এইচডি কুমারস্বামী পোর্টালটির সূচনা করেন। তাঁর বার্তা, প্রয়োজনে আবেদনের সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ মার্চ করা হতে পারে।
বৈদ্যুতিক গাড়ি নীতি অনুযায়ী, কোনও সংস্থা এ দেশে কারখানা তৈরির সিদ্ধান্ত নিলে, অনেক কম খরচে বিদেশ থেকে বার্ষিক ৮০০০ গাড়ি আমদানি করতে পারবে। শুল্ক দিতে হবে মাত্র ১৫%। বর্তমানে যা ৭০%-১০০%। তবে এর বদলে সংস্থাটিকে ভারতে ন্যূনতম ৪১৫০ কোটি টাকা লগ্নি করে কারখানা গড়তে হবে। নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট অঙ্কের ব্যবসা করাও বাধ্যতামূলক। মন্ত্রীর দাবি, মার্সিডিজ় বেঞ্জ, স্কোডা, বিএমডব্লিউ, হুন্ডাই, কিয়া ইত্যাদি সংস্থা এ দেশে কারখানা গড়তে আগ্রহ দেখিয়েছে। মার্সিডিজ় এক কদম এগিয়ে বড় লগ্নির নিশ্চয়তা দিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)