দেশে কর্মসংস্থানের পরিস্থিতি অতিমারির আগের জায়গায় পৌঁছেছে বলে অনেক দিন ধরে দাবি করে আসছে কেন্দ্র। বৃহস্পতিবার রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় শ্রম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি জানান, ২০২০-২১ সালে ১৫-২৯ বছর বয়সিদের বেকারত্বের হার ছিল ১২.৯%। যা ২০১৭-১৮ সালে ১৭.৮% ছিল। ২০১৭-১৮ সাল থেকে শ্রম মন্ত্রকের তথ্যের ভিত্তিতে দেশে কর্মসংস্থান ও বেকারত্বের রিপোর্ট তৈরি শুরু করেছে পরিসংখ্যান মন্ত্রক। সমীক্ষার সময়কাল কোনও বছরের জুলাই থেকে পরের বছরের জুন। উল্লেখ্য, বেসরকারি উপদেষ্টা সংস্থা সিএমআইই-র রিপোর্ট অনুযায়ী, জানুয়ারিতে দেশে বেকারত্বের হার নেমেছে ৭.১৪ শতাংশে।
সর্বশেষ বার্ষিক রিপোর্টের কথা উল্লেখ করে তেলি জানান, ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ সালে ১৫ বছরের বেশি বয়সিদের বেকারত্বের হার ছিল যথাক্রমে ৬%, ৫.৮%, ৪.৮% এবং ৪.২%। ওই চার বছরে ১৫-২৯ বছরের মানুষদের মধ্যে বেকারত্বের হার ১৭.৮%, ১৭.৩%, ১৫% এবং ১২.৯%। তাঁর দাবি, কেন্দ্র মেক ইন ইন্ডিয়া, স্টার্ট-আপ ইন্ডিয়া, স্ট্যান্ট-আপ ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, সবার জন্য বাড়ি-সহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। যা সামগ্রিক ভাবেই মধ্য এবং দীর্ঘ মেয়াদে কর্মসংস্থান তৈরি করবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)