E-Paper

কলকাতায় কয়েক ঘণ্টার রোড শোয়ে প্রায় এক লক্ষ কোটি বিনিয়োগের প্রস্তাব! বাংলার লগ্নি গেল ওড়িশায়

বাংলার ২৭টি সংস্থার সঙ্গে চুক্তি সই হয়েছে। লগ্নির অঙ্ক প্রায়‍ ৮২ হাজার কোটি টাকা। ১৮,৫০০ কোটি টাকার ১৯টি শিল্প স্থাপনের প্রস্তাবও এসেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ০৮:১৭

— প্রতীকী চিত্র।

রাজ্যের শিল্প মহলকে লগ্নির ডাক দিতে চেষ্টার কসুর করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শিল্প সম্মেলনের আয়োজনেও ত্রুটি নেই। সূত্রের দাবি, এই পরিস্থিতিতে মাত্র কয়েক ঘণ্টায় পশ্চিমবঙ্গ থেকে বিরাট অঙ্কের লগ্নি টানল ওড়িশা। এক দিনের শিল্প সম্মেলনে যেখানে সাকুল‍্যে ৪৩-৪৪ হাজার কোটি টাকার লগ্নি প্রস্তাব পায় বাংলা, সেখানে ওড়িশার মুখ‍্যমন্ত্রী মোহন চরণ মাঝি কলকাতায় এক দিনের রোড-শো করে প্রায় এক লক্ষ কোটি টাকার বিনিয়োগ আদায় করলেন শনিবার। উপস্থিত ছিলেন প্রায় ৫০০ শিল্প প্রতিনিধি। রোড শোয়ের আয়োজন করে বণিকসভা সিআইআই।

মাঝির দাবি, ২০৩৬-এর মধ‍্যে সমৃদ্ধ ওড়িশা তৈরির অঙ্গ এই লগ্নি। বাংলার ২৭টি সংস্থার সঙ্গে চুক্তি সই হয়েছে। লগ্নির অঙ্ক প্রায়‍ ৮২ হাজার কোটি টাকা। ১৮,৫০০ কোটি টাকার ১৯টি শিল্প স্থাপনের প্রস্তাবও এসেছে। দু’টি মিলিয়ে প্রত‍্যক্ষ কর্মসংস্থান হতে পারে ৯১,৫০০ জনের। পরোক্ষে দ্বিগুণের বেশি। চুক্তি হয়েছে ইস্পাত (২৪ হাজার কোটি), তথ‍্যপ্রযুক্তি (২২ হাজার কোটি), খনিজ, পরিবেশবান্ধব শক্তি, পর্যটন, বস্ত্র, গাড়ির যন্ত্রাংশের মতো ক্ষেত্রে। গত মাসে হায়দরাবাদে ৬৭ হাজার কোটির বেশি লগ্নি-প্রস্তাব পায় ওড়িশা। মাঝি এর পরে যাবেন দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুতে। রাজ‍্যের এক শিল্পকর্তার মতে, লগ্নি টানতে তাঁর পদক্ষেপ প্রশংসনীয়। বাংলা-সহ পূর্বের অন‍্য রাজ‍্যের শেখা উচিত। এ রাজ্যে যারা লগ্নিতে নারাজ, তারাই ওড়িশায় যাচ্ছেন। এর থেকে শিক্ষা না নিলে বাংলাকে ছাপিয়ে যাবে পড়শি রাজ্য।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

investments West Bengal government Odisha investors

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy