টেলিকম নিয়ন্ত্রক ট্রাইয়ের বিশেষ কিছু ক্ষেত্রে নির্দিষ্ট কাজে ব্যক্তিগত ৫জি নেটওয়ার্ক তৈরির প্রস্তাব পক্ষপাতদুষ্ট, দাবি টেলিকম সংস্থাগুলির সংগঠন সিওএআই-এর। প্রস্তাবের বিরোধিতা করে একাংশের ইঙ্গিত আদানিদের দিকে। কারণ, ট্রাইয়ের প্রস্তাবে এই নেটওয়ার্ক গড়তে সরকার স্পেকট্রাম বণ্টন করতে পারবে বলা হয়েছে। আর ২০২২-এ সরকারের প্রথম ৫জি স্পেকট্রাম নিলামে আদানি গোষ্ঠী কিছু সার্কেলের জন্য তা কেনে। তখন প্রশ্ন উঠেছিল, তারা টেলি শিল্পে পা রাখবে? তবে গোষ্ঠী জানায়, ব্যক্তিগত নেটওয়ার্ক তৈরিই লক্ষ্য। সংশ্লিষ্ট মহলের আরও দাবি, ট্রাই প্রস্তাবিত নেটওয়ার্ক তৈরির জন্য দেশে আদানি ডেটা নেটওয়ার্ক ছাড়া আর কেউ নেই।
ট্রাইয়ের প্রস্তাব, প্রতিরক্ষা, আবহাওয়া, আইন, বিপর্যয় মোকাবিলা, অসামরিক উড়ানের মতো ক্ষেত্রের জন্য ব্যক্তিগত ৫জি নেটওয়ার্ক তৈরি করা যাবে। সিওএআই-র অভিযোগ, দেশে টেলি সংস্থাগুলিই এই পরিষেবা দেয়। ফলে ব্যক্তিগত নেটওয়ার্ক দরকার নেই। কেন ২০২২-এ তৈরি আইন ২০২৫-এ নতুন করে আনার প্রস্তাব, তা স্পষ্ট নয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)