আধার নম্বর ব্যবহার করেই এ বার নগদহীন লেনদেন ব্যবস্থা চালু করতে চায় কেন্দ্রীয় সরকার। ক্রেডিট ও ডেবিট কার্ড, পিন নম্বর বা পাসওয়ার্ড ব্যবহার না-করেই যাতে টাকা লেনদেন করা যায়, সে জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করছে তারা। এতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যোগ করে রাখলে স্মার্ট ফোনের সাহায্যে কোনও কার্ড ছাড়াই বিক্রেতাকে টাকা মেটানো যাবে। এ জন্য বায়োমেট্রিক ব্যবস্থা চালুর করা যায় কি না, ইতিমধ্যেই দেশের মোবাইল প্রস্তুতকারকদের তা জানাতে বলেছে কেন্দ্র।