দেশে বিদ্যুতের অপব্যবহার রুখতে শীতাতপ যন্ত্রে (এয়ার কন্ডিশন বা এসি) তাপমাত্রার পাল্লা ২০-২৮ ডিগ্রিতে বেঁধে দেওয়া হবে বলে জানিয়েছে বিদ্যুৎ মন্ত্রক। অর্থাৎ তা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামানো বা ২৮ ডিগ্রির উপরে ওঠানো যাবে না। বাড়তে থাকা গরমের সঙ্গে পাল্লা দিয়ে চড়তে থাকা বিদ্যুতের চাহিদা সামলানোর এই কৌশলকে স্বাগত জানিয়েছে শিল্পমহল। সংশ্লিষ্ট সংস্থাগুলির দাবি, নতুন বিধি মানা হবে ক’মাসের মধ্যেই। তার মধ্যে মজুত যন্ত্রগুলিকেও সেই অনুযায়ী বদলানো হবে। তবে এর জন্য ক্রেতাকে বাড়তি খরচ বইতে হবে না।
ভোল্টাস, এলজি ইলেকট্রনিক্স, ব্লু স্টার, হায়ার-এর মতো এসি সংস্থাগুলি জানিয়েছে, এই নিয়ম বিদ্যুৎ সাশ্রয়ের মাধ্যমে তাদের ধারাবাহিক উন্নতি তো নিশ্চিত করবেই। সেই সঙ্গে আরও দক্ষ ভাবে বিদ্যুতের ব্যবহার করা যাবে, গ্রীষ্মের চাহিদা সর্বোচ্চ থাকাকালীন চাপ কমানো যাবে গ্রিডে।
সংস্থাগুলির দাবি, নতুন নিয়ম মানতে যন্ত্রের নকশা ও রিমোট কন্ট্রোল ও ফার্মওয়্যারের (হার্ডওয়্যারের সঙ্গে যুক্ত সফটওয়্যার) বিন্যাস বা সেটিংসে সামান্য বদলাতে হবে। তা কার্যকর করতে ছ’মাস পর্যন্ত লাগতে পারে।
বিদ্যুৎ ব্যবহারের দক্ষতা নির্ধারক ‘ব্যুরো অব এনার্জি এফিসিয়েন্সি’-র মতে, এসিতে ১ ডিগ্রি তাপ বাড়লে ৬% বিদ্যুৎ বাঁচে। ২০ ডিগ্রির বদলে ২৪-এ চালালে সাশ্রয় প্রায় ২৪%। তথ্য বলছে, দেশে মোট এসি-র অর্ধেক ২৪ ডিগ্রিতে চালানো হলে বার্ষিক ১০০০ কোটি ইউনিট বিদ্যুৎ বাঁচবে। সাশ্রয় প্রায় ৫০০০ কোটি টাকা। প্রায় ৮২ লক্ষ টন কম কার্বন নিঃসরণ হবে। হায়ার অ্যাপ্লায়েন্সেস ইন্ডিয়ার এনএস সতীশের দাবি, পরিবেশ ও আর্থিক, দু’দিক থেকেই লাভ হবে। দূষণ কমবে, বিদ্যুৎ বাঁচবে ও বিদ্যুতের বিল কমায় মানুষের পকেটে বাড়তি টাকা থাকবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)