প্রায় যুগের অবসান। ইন্ডিগো ছাড়ার কথা ঘোষণা করলেন আদিত্য ঘোষ।
সস্তার বিমান পরিষেবা সংস্থাটির সঙ্গে তাঁর নাম জড়িয়ে একেবারে প্রথম দিন থেকে। শুধু যে তিনি সংস্থাটির প্রেসিডেন্ট ছিলেন, তা নয়। সংশ্লিষ্ট মহল বলে, একেবারে প্রথম দিন থেকে তাঁর হাত ধরেই ডানা মেলেছে ইন্ডিগো। বিশ্ব জোড়া মন্দায় বেশির ভাগ বিমান সংস্থা যখন টিকে থাকতে হিমসিম, তখনও মূলত এই বঙ্গসন্তানের পরিকল্পনাতেই না কি ভারতে মুনাফা করেছিল ইন্ডিগো।
ইন্ডিগো জানিয়েছে, ডিরেক্টর পদ থেকে আদিত্য অবসর নিয়েছেন বৃহস্পতিবারই। প্রেসিডেন্ট পদ থেকে অবসর ৩১ জুলাই। সংস্থার বিবৃতিতে আদিত্যর দাবি, এখন তৈরি হচ্ছেন পরের অভিযানের জন্য।